Advertisement
Advertisement
Saumitra Khan

‘ক্ষমতা থাকলে এসো, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব দেখাব’, সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে TMC নেতা

তৃণমূল নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

Controversy started over TMC leaders comment on Saumitra Khan | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 24, 2023 5:26 pm
  • Updated:April 24, 2023 5:26 pm  

দেবব্রত দাস, খাতড়া: এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস কৌশিক বটব্যাল। সৌমিত্র খাঁ জয়পুর এলে তাঁকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। মন্তব্যকে ঘিরে শোরগোল এলাকায়।

রবিবার সন্ধেয় বাঁকুড়ার জয়পুরে তৃণমূল কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কৌশিক বটব্যাল ছিলেন। গতকাল রাতেই ভাইরাল হয়ে যায় কৌশিকবাবুর ভিডিও। ভিডিওতে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যালকে বলতে শোনা যাচ্ছে, “সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা চোখে চোখ রেখে বলছি, সৌমিত্র খাঁ কত ক্ষমতা আছে একবার এসো জয়পুর। ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে হিসাব দিয়ে দেব। তোমার দেখি কত বড় ক্ষমতা।” একই সঙ্গে কৌশিককে বলতে শোনা যায়, “সব জায়গায় অনেক বড় বড় কথা বলছো। ক্ষমতা থাকে তো একবার জয়পুরে এসে দেখ। তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দিয়ে দেব।” এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: ডাইনি অপবাদে ৩ বছর ঘরছাড়া! বাড়ি ফিরতে মহকুমাশাসকের দপ্তরে অবস্থানে আদিবাসী পরিবার]

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অবশ্য বলেন, “সোনামুখীর এক তৃণমূল নেতাও বড় বড় ভাষণ দিয়েছিল। পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল। আমি তো আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় যাব। আসলে তৃণমূলের সঙ্গে আর জনগণ নেই। তাই এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপি নেতাদের হুমকি দিয়ে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় এলাকায় সন্ত্রাস চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা।” যদিও জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যালের সাফাই, “সৌমিত্র খাঁ মাঝে মাঝে উল্কার মত এসে এলাকায় এলাকায় উস্কানিমূলক ভাষণ দিয়ে পালিয়ে যান। তৃণমূলের নামে গালিগালাজ করেন। তাই এলাকার মানুষ বলছেন সৌমিত্র খাঁ এলে তারা দেখে নেবেন। আমি এলাকার মানুষের সেই মনের কথায় বলেছি মাত্র।”

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, “সৌমিত্র খাঁ অনেক জায়গায় উলটো পালটা উস্কানিমূলক মন্তব্য করছেন। তবে আমরা এসবের বিরোধী। কৌশিক বটব্যাল যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। দলের নয়।”

[আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ড: ময়নাতদন্তকারী চিকিৎসকদের ছুটি নিয়ে বিতর্ক! এসপি অফিস ঘেরাও ABVP’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement