Advertisement
Advertisement
TMC

এবার বিজেপির পথে হাওড়ার প্রাক্তন মেয়র! পদ ছাড়লেন জেলা যুব তৃণমূল সভাপতিও

দলবদল নিয়ে কী বললেন হাওড়ার প্রাক্তন মেয়র?

Former mayor of Howrah can join the BJP | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 29, 2021 1:55 pm
  • Updated:March 17, 2021 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিলই। অনেকেরই ধারণা হয়েছিল, তিনি বিজেপিতে যাবেন। শুক্রবার সেই জল্পনাই উসকে দিলেন রথীন। জানালেন, ৩১ জানুয়ারি অমিত শাহের সভায় থাকবেন তিনি।

বেশ কিছুদিন ধরেই বেসুরো হাওড়ার (Howrah) প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানিয়েছেন দলে কাজ করার মতো পরিবেশই নেই। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষের জন্য কাজ করতে পারছেন না। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল।তাঁর পদ্মশিবিরে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। তারপর একাধিক নেতা দলের বিরুদ্ধে সরব হয়েছে। মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধায়ক পদ ছেড়েছেন তিনি। এসবের মাঝেই দলবদল প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রথীনবাবু। এদিন বিজেপি যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সম্ভাবনা উড়িয়ে দেব না। যা করলে মানুষের সেবা করার সুযোগ পাব। সেটাই করব। তবে নতুন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।”

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, এই জেলা নিয়ে উদ্বেগ থাকছেই]

তবে কি ৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নেবেন? এর উত্তরে হাওড়ার প্রাক্তন বিধায়ক বলেন, “সময় বলবে বিজেপির পতাকা হাতে নেব কি না। তবে একটাই কথা বলব, যা করব মানুষের কথা ভেবে করব। সকলের স্বার্থে করব। তৃণমূলে কাজের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে।” শুধু রথীনবাবুই নন আগামী দু’দিন বিজেপি শিবিরে নাম লেখাতে পারেন একাধিক হেভিওয়েট নেতা। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও। সম্প্রতি প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দলের কোর কমিটির সদস্যপদ ও জেলা তৃণমূলের মুখপাত্র পদও ছাড়েন তিনি। আজ বিধায়ক পদও ছাড়তে পারেন। সূত্রের খবর, বিধানসভায় যাচ্ছেন তিনি। এদিকে পদ ছাড়লেন হাওড়ার যুব তৃণমূল সভাপতিও।

[আরও পড়ুন: ফের খারিজ পরিবারের দাবি, উলেন রায়ের মৃত্যুতদন্তে CID-তেই আস্থা আদালতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement