অর্ণব দাস, বারাকপুর: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে মনোনয়ন পেশ। তা নিয়ে চরম বিশৃঙ্খলার ছবি বারবার প্রকাশ্যে আসছে। এরই মাঝে ফের বেফাঁস মদন মিত্র। বললেন, পঞ্চায়েতে জারি থাকবে শিক কাবাব! বিরোধীদের হুঁশয়ারি দিতেই কি এই মন্তব্য মদনের? কানাঘুষো শুরু রাজনৈতিক মহলে।
রাজনৈতিক দলগুলি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে ঠিকই। তবে মনোনয়ন শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। এরই মাঝে ভোট নিয়ে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “অভিষেকের কথাই পার্টির কথা। ভোট দিতে দেব, খেতে দেব, শুতে দেব, ঠান্ডা জল খাওয়াব, কিন্তু পঞ্চায়েত দেব না।” এরপরই তোলেন শিক কাবাক প্রসঙ্গ। বলেন, “পঞ্চায়েতে জারি থাকবে শিক কাবাব। পঞ্চায়েত ভোটে শিক্ষা হবে এ কথা বলিনি। তবে ভোটের পর ছেলেদের খাওয়াবো। তৃণমূল কি একটি শিক কাবাবও খেতে পারবে না?”
মনোনয়ন পেশকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। সেপ্রসঙ্গে মদন বলেন, “আমাদের মারবে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারবো না। এটা হয়? হাসপাতালে নিয়ে যাওয়ার অধিকারটা তো আমাদের থাকবে।” মদন মিত্রের কথায়, “মারের বদলা মার নয়, মানুষের চোখের সামনের পর্দাটা খুলে দেওয়া।” মদনের মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। পালটা দিয়েছেন বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.