Advertisement
Advertisement

Breaking News

Kajal Sheikh

‘অনেকে দলকে লুটে খাওয়ার জায়গা করেছেন, বরদাস্ত করব না’, TMC নেতাদের হুঁশিয়ারি কাজল শেখের

কাজল শেখের মন্তব্যে অস্বস্তিতে দল।

Controversy started over Kajal Sheikh's comment on TMC leader's | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 27, 2023 8:10 pm
  • Updated:February 27, 2023 8:10 pm  

নন্দন দত্ত, বীরভূম: ফের বিস্ফোরক বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। প্রকাশ্য কর্মিসভায় বললেন, “অনেকেই দলটাকে এখন লুটেপুটে খাওয়ার জায়গা করে নিয়েছেন। আমি এটা বরদাস্ত করব না।” এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে এলাকায়। যা বিড়ম্বনা বাড়িয়েছে দলের।

সোমবার নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে ঠিক কী বলেছেন কাজল? এদিন তিনি বলেন, “অনেকেই দলটাকে লুটেপুটে খাওয়ার জায়গা করে নিয়েছেন। আমি এটা বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়। না হলে তোমরা সোজা পথে হাঁটো।” এদিনের সভা থেকে কাজল শেখ আরও বলেন, “যদি কেউ ভাবেন, কারও হাত ধরে পঞ্চায়েতে টিকিট পাব, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। যে সৎপথে চলবে এবং গ্রামের মানুষ যাকে ঠিক করবেন তিনিই টিকিট পাবেন। আর এই অঞ্চল কমিটির মধ্যে যদি কেউ ভাবে আমি অঞ্চল কমিটি হয়ে গিয়েছি, আমি তির মেরে দিয়েছি। আমি নেতা হয়ে গেলাম। তাহলে তিনিও মূর্খে স্বর্গে বাস করছেন। আপনাকে দল থেকে বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনাকে কাজ করে মানুষের পাশে থাকতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: বিদেশ ভ্রমণের মজা এবার দ্বিগুণ! এই দেশে বেড়াতে গেলে মিলবে নগদ পুরস্কার, কেনাকাটিতেও ছাড়]

কিছুদিন আগে জেলা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে কোর কমিটির সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছেন। তারপর থেকেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে কাজল শেখকে। যা দলের বিড়ম্বনা বাড়াচ্ছে। শুধু বিতর্ক তৈরি করতেই লাগাতার বিস্ফোরক কাজল নাকি সত্যিই দলকে শুদ্ধ করতেই চাইছেন, সেটাই প্রশ্ন।

[আরও পড়ুন: শিলিগুড়িতেও এবার ‘হাউসবোট’! সিকিম-দার্জিলিং যাওয়ার পথে রাত কাটানোর নতুন ঠিকানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement