সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। এর নেপথ্যে বিরোধীরা, এমনটাই দাবি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। নিজের দাবির নেপথ্যে যুক্তিও খাঁড়া করেছেন তিনি।
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হয়েছে ১১ জুলাই। তারপর থেকেই প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স ও পেপার। কোনওদিন পুকুরে মিলছে, কোনওদিন আবার পরিত্যক্ত কোনও জায়গায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে উদ্ধার হওয়া ব্যালট পেপারে বিরোধীদের প্রতীকে ভোট। ফলে শাসককে তোলা হচ্ছে কাঠগড়ায়। এই ইস্যুতে এবার সরব জ্যোতিপ্রিয় মল্লিক। কী বললেন তিনি? বনমন্ত্রীর দাবি, ব্যালট বক্সের মতো দেখতে টিনের বাক্স তৈরি করেছে বিরোধীরা। ছাপিয়েছে ভুয়ো ব্যালট পেপার। নিজেরাই সেগুলি জলে ফেলে পুলিশকে ডাকছে শাসকদলকে অস্বস্তিতে ফেলতে।
বনমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। বাম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, “লোকেরা নকল ব্যালট নিয়ে এত কিছু করছে, পুলিশ কিছু বলছে না। জ্যোতিপ্রিয়বাবু যেটা বুঝে গেলেন সেটা পুলিশ বুঝতে পারছে না। যে রাজ্যের পুলিশ এত বোকা, সেখানকার মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয়বাবুর থাকা উচিত নয়।” অর্থাৎ ব্যাঙ্গের ছলে মন্ত্রীকে বিঁধেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.