Advertisement
Advertisement

Breaking News

Asim Sarkar

ফের সোশ্যাল মিডিয়ায় দলের অন্তর্কলহ নিয়ে উষ্মাপ্রকাশ বিজেপি বিধায়কের, তুঙ্গে বিতর্ক

কী বলেছেন বিধায়ক?

Controversy started over BJP MLA Asim Sarkar's post | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 1, 2023 8:20 pm
  • Updated:October 1, 2023 8:20 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কয়েক দিন আগেই দলের সাংগঠনিক রদবদল নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন বঙ্গ বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এর ফলে গেরুয়া শিবিরের আভ‌্যন্তরীন কোন্দল ও ক্ষোভ-বিক্ষোভ ফের সামনে এসেছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

এবার ফের দলের কোন্দলের প্রতিবাদ ও সংশোধনের দাবি জানিয়ে ফেসবুক পোস্ট করলেন বিধায়ক অসীম সরকার।অসীমবাবু এদিন লিখেছেন, “২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি একটা আসন না পেলেও দেশে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের (বিজেপি) উচিৎ সমস্ত অন্তর্দ্বন্দ্ব ভুলে গিয়ে সঠিক ব্যক্তিকে সঠিক মর্যাদা দিয়ে, সংগঠনকে শক্তিশালী করে বাংলা থেকে কমপক্ষে ৩৫ জন এমপিকে জয়লাভ করিয়ে দিল্লিতে পাঠানো আমাদের কর্তব্য। নিজেদের ভুলের জন্য নিজেরাই যেন নিজেদের পায়ে কুঠারাঘাত না করে বসি।” 

Advertisement

[আরও পড়ুন: ২০ বাই ১২ ফুটের ঘরে ক্লাস, পাশেই মিড-ডে-মিলের জিনিস! ভয়াবহ ছবি পাথরপ্রতিমার স্কুলের]

বিজেপি বিধায়কের এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। পোস্ট নিয়ে গেরুয়া শিবিরে তুমুল চর্চা শুরু হয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিধায়কের এই লাগাতার সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া নিয়ে প্রবল অস্বস্তিতে বঙ্গ বিজেপি। 

[আরও পড়ুন: সস্তায় সোনার বিগ্রহ কিনতে গিয়ে বিপত্তি! কুলতলিতে প্রতারকের মারে গুরুতর জখম ক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement