Advertisement
Advertisement
প্রশান্ত কিশোর

‘প্রশান্ত কিশোরের সমকক্ষ প্রয়োজন দলেও’, বিজেপি নেতার পোস্ট ঘিরে শুরু জল্পনা

তাঁর মতামত একান্ত ব্যক্তিগত বলেই দাবি জেলা নেতৃত্বের।

Controversy started over bjp leader Paresh chandra das's fb post
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2019 9:38 pm
  • Updated:July 1, 2019 1:41 pm  

সৌরভ মাজি, বর্ধমান: ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা পরেশচন্দ্র দাসের এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। তাঁর কথায়, প্রশান্ত কিশোরের সমকক্ষ প্রয়োজন গেরুয়া শিবিরেও। তাঁর এই মন্তব্যই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।  

[আরও পড়ুন: জঙ্গলমহলে পালিত হুল দিবস, সাঁওতালি ভাষায় আন্দোলনের ইতিহাস শোনালেন জেলাশাসক]

Advertisement

চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন পরেশচন্দ্র দাস। জেলার রাজনীতিতে বিশেষ পরিচিত মুখ না হলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাতেই তাঁকে প্রার্থী করা হয়েছিল বলেই জানা যায়। তবে ভোটের ময়দানে সফল হতে পারেননি তিনি। প্রশান্ত কিশোরকে নিয়ে ফেসবুক পোস্ট করে এবার বিতর্কে জড়ালেন তিনি। জানা গিয়েছে, তৃণমূল প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নেওয়ার পর গত ১২ জুন ফেসবুকে একটি পোস্ট করেন পরেশবাবু। পরে বুধবার প্রশান্ত কিশোরকে নিয়ে ফের পোস্ট করেন তিনি। ১২ জুনের পোস্টে পরেশবাবু লেখেন, “সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাস্টারস্ট্রোক খেলেছেন। তিনি এ রাজ্যে প্রশান্ত কিশোরকে সঙ্গী করেছেন আগামী বিধানসভার রণকৌশল ঠিক করতে। আমি খুবই চিন্তিত আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কী রণকৌশল কী হবে তা নিয়ে।”

এরপরও ফের একই বিষয়ে ফেসবুকে মুখ খোলেন তিনি। সেখান তিনি লেখেন, “আমরা কী প্রশান্ত কিশোরের সমকক্ষ কাউকে বিজেপির আগামী বিধানসভা ভোটের রণকৌশল নির্ধারণকারী হিসেবে নিয়োগ করতে পারি না? আসন্ন বিধানসভা ভোটের কথা ভেবেই বাংলার বিজেপির কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করছি।” পরেশবাবু আরও লেখেন, “বিধানসভা নির্বাচনে জিততে নিখুঁত কৌশল ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন।”

[আরও পড়ুন: ৪-৫টা গাড়ি নিয়ে চলাফেরা বন্ধ করতে হবে, নেতাদের সতর্ক করলেন অরূপ বিশ্বাস]

পরেশবাবু পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। বিজেপির বর্ধমান পূর্বের সাংগঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানান, “কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তিনি মতপ্রকাশ করতেই পারেন। তবে সেটা কখনওই দলের মতামত নয়। আমাদের দল কারও কথায় চলে না। আমাদের দলের প্রধান হচ্ছেন অমিত শাহ। সারা ভারতে পদ্মফুল ফুটিয়েছেন তিনি। এছাড়া আর কোনও ভোটগুরু আছে বলে আমাদের জানা নেই।” এতেই স্পষ্ট যে পরেশবাবুর পোস্ট কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement