Advertisement
Advertisement

‘বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়া হোক’, আবাস যোজনা ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে অগ্নিমিত্রা

মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জয়প্রকাশ মজুমদার।

Controversy Started Over Agnimitra Paul's comment over PM Awas Yojona | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 20, 2022 8:24 pm
  • Updated:December 20, 2022 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবাস যোজনায় দুর্নীতি ইস্যুতে তোলপাড় বাংলা। এরই মাঝে বেফাঁস অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বেআইনিভাবে বাড়ি প্রাপকদের ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিধায়ক। ‘একটু পড়াশোনা দরকার ওনার’, বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। অভিযোগ, ঘর প্রাপকদের তালিকায় নাম নেই যোগ্যদের। কিন্তু তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাদের আদতে ঘর পাওয়ার কথা নয়। এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মঙ্গলবার তিনি বলেন, “এই সরকারের সর্বত্র দুর্নীতি।” এরপরই অযোগ্য ঘর প্রাপকদের উদ্দেশ্য করে অগ্নিমিত্রা বলেন, “আমাদের দাবি যারা অন্যয্যভাবে ঘর নিয়েছেন, তাঁরা টাকা ফেরত দিন। নাহলে যোগীর মতো বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়া হোক।” অগ্নিমিত্রার এই বুলডোজার মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের চাপা বিবাদ, তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের মামলা দায়েরই কি শাপে বর অনুব্রতর?]

এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “এরা বিধায়ক। কিন্তু ভারতের গণতন্ত্র নিয়ে পড়াশোনা করেননি। জনপ্রতিনিধি হলে কতখানি দায়িত্বশীল হতে হয় তা এরা জানে না। ওনার কী অধিকার রয়েছে এধরনের কথা বলার? এরকম অবিবেচকের মতো বেআইনি কথা উনি কীভাবে বললেন জানি না। এদের কী বলা যায় সেটাও জানা নেই।” এরপরই শুভেন্দুকে বিঁধে বলেন, “শুভেন্দু অধিকারীর থেকে শুধু শিখেছেন রাংতায় মোড়া কথা বলতে। শুধু ভেসে থাকার জন্য গরম গরম কথা বলেন।” কটাক্ষ করে বললেন, “একটু পড়াশোনা করা দরকার।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojona) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতেই নবান্নে(Nabanna) জেলাশাসকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়ে নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যসচিব। তাঁরা স্পষ্ট নির্দেশ, পাকা বাড়ি যাঁদের রয়েছে, তাঁরা কোনওভাবেই আবাস যোজনার বাড়ি পাবে না। যদি তাঁদের কারও প্রাপকের তালিকায় উঠে থাকে, তা দ্রুত বাতিল করতে হবে। কোনও প্রভাবশালী তত্ত্ব খাটবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement