শ্রীকান্ত পাত্র, ঘাটাল: জনসভায় মহিলাদের উপস্থিতির হার অত্যন্ত কম। সেই ‘অপরাধে’ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের নিদান দিলেন ঘাটাল (Ghatal) সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের। তৃণমূল (TMC) নেতার এই মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে এলাকায়। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধিরা।
বৃহস্পতিবার ঘাটাল লোকসভার সাংগঠিনক জেলার কিষাণ খেত মজুর সংগঠনের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে পূর্ণেন্দু বসু-সহ একাধিক দাপুটে নেতা ছিলেন। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পণ্ডা। এদিন মঞ্চ থেকে অমলবাবু দেখেন, জনসভায় মহিলাদের উপস্থিতি অত্যন্ত কম। এতেই কার্যত চটে যান তিনি।
এদিনের সভা থেকে অমল পণ্ডা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা সুযোগ সুবিধা দিয়েছেন তা আমরা ভুলে গিয়েছি। আজকের অনুষ্ঠানে মহিলা ও পুরুষের সংখ্যা সমান সমান। কিন্তু মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। বোনেদের জন্য নানা প্রকল্প। তারপরও মহিলাদের সংখ্যা এত কম!” এরপরই কার্যত নিদানের ভঙ্গিতে অমলবাবু বলেন, “আমি পূর্ণেন্দু দাকে বলব দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েদের সংখ্যা এত কম হলে চলবে কেন? আমি দুধ খাব কিন্তু গরু আমি পালব না, এটা হয়?”
এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের কথায়, “তৃণমূলের সংস্কৃতি হল মহিলাদের অপমান করা। ওরা যে ৫০০ টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল, তা আজ স্পষ্ট।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.