Advertisement
Advertisement
soumitra Khan

বাঁকুড়ায় চরমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সৌমিত্র খাঁ’কে কাজ করতে না দেওয়ায় ‘হুমকি’ জেলা সভাপতির!

এই ঘটনায় অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।

Controversy started over a audio clip of bjp leader goes viral in social media | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 22, 2020 10:47 am
  • Updated:September 22, 2020 12:22 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিল বাঁকুড়ায়। এবার দলের সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan) এবং সহ-সভাপতি সৌগত পাত্রকে জেলায় কাজকর্ম করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রের বিরুদ্ধে। এক অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। 

কী ছিল ওই অডিও বার্তায়? জানা গিয়েছে, দলের এক মণ্ডল সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় সেখানে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগদান করা বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্যের যুব মোর্চার সভাপতি হওয়া সৌমিত্র খাঁ ও রাজ্যের সহ-সভাপতি সৌগত পাত্রকে বাঁকুড়ায় দলীয় কোনও কর্মসূচি করতে না দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছে বিবেকানন্দবাবুকে। ওই অডিওটিকেই ভিডিও আকারে ফেসুবকে পোস্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বিবেকানন্দবাবু ও সাংসদ সুভাষ সরকারের একাধিক ছবি। গোটা ঘটনায় অস্বস্থিতে পড়েছেন বাঁকুড়ার বিজেপি নেতারা।

Advertisement

[আরও পড়ুন: লাভ জিহাদের ফাঁদ পেতেই মহিলা সদস্য সংগ্রহ করে জঙ্গিরা? ৫ তরুণীর ‘অন্তর্ধানে’ ঘনীভূত রহস্য]

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল শাসকদল তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বিষয়টিতে পাত্তা দিতে নারাজ বাঁকুড়া বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র। তিনি বলছেন, ‘এটা ভুয়ো। যে যা করেছে করুক।’ একইভাবে ওই ভাইরাল অডিও টেলিফোনিক কথাবার্তাতেও তাঁর গলায় শোনা গিয়েছে দম্ভের সুর। তবে এবিষয়ে এখনও মুখ খোলেনি জেলা বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন: মুর্শিদাবাদে CAA-NRC বিরোধী আন্দোলনেও যোগ দিয়েছিল জঙ্গিরা, জেরায় মিলল নয়া তথ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement