Advertisement
Advertisement
Saugata Roy

‘বুড়ো হয়েছেন, বম্বেতে কাজ না পেয়ে বাংলায় এসেছেন’, মিঠুনকে বেনজির কটাক্ষ সৌগতর

সৌগত রায়ের মন্তব্যে তুমুল বিতর্ক।

Controversy staretd over MP Saugata Roy's comment on BJP's Mithun Chakraborty | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 22, 2023 8:19 pm
  • Updated:January 22, 2023 8:26 pm  

অর্ণব দাস, বারাকপুর: এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) নিশানায় মিঠুন চক্রবর্তী। সভায় দাঁড়িয়ে মহাগুরুকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করলেন সাংসদ। বললেন, “বম্বেতে কাজ পান না তাই বাংলায় আসছেন।” সাংসদের এই মন্তব্যে তুমুল বিতর্ক। পালটা দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সামনেই পঞ্চায়েত ভোট। নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। চলছে প্রচার, অন্যপক্ষকে আক্রমণ। রাজ্যজুড়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করেছে তৃণমূল। শনিবার সেই কর্মসূচির অংশ হিসেবে খড়দহে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখান থেকেই নজিরবিহীনভাবে কটাক্ষ করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদের জেরে ৬ বছরের শিশুকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লোপাট! চাঞ্চল্য কুলতলিতে]

সৌগত বলেন, “মিঠুন বুড়ো হয়ে গিয়েছেন। বম্বেতে কোনও কাজ পান না তাই বাংলায় এসেছেন।” এরপরই আবাস যোজনা ঘর প্রসঙ্গ তুলেও আক্রমণ করেন মিঠুনকে। বলেন, “দু’দিন আগে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) পা ধরত। মিঠুনের বাবার ক্ষমতা নেই ঘর তৈরি করে দেওয়ার। ও জানে ঘর তৈরিতে কত টাকা লাগে?” সৌগত রায়ের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ময়দানে নেমে বারবার কটাক্ষের শিকার হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এর আগে তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পালটা তাঁকে এলিতেলি গঙ্গারাম বলে তোপ দাগেন মিঠুন। এবার ফের কটাক্ষের শিকার সৌগত।

[আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসে হিরণের ছবি ‘ভুয়ো’, ‘নতুন’ ছবি পোস্ট করে দাবি বিধায়ক ঘনিষ্ঠদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement