Advertisement
Advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনা

বিতর্ক উসকে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে চিঠি পাঠাচ্ছে কেন্দ্র

'বিজেপি রাজনীতি করলে আমাদের লোক তো আটকাবেই', বলছেন মন্ত্রী স্বপন দেবনাথ।

central government distribute pradhan mantri Awas yojana's letter to public
Published by: Soumya Mukherjee
  • Posted:August 31, 2019 9:47 pm
  • Updated:September 1, 2019 9:09 am

রিন্টু ব্রহ্ম, কালনা: প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে কেন্দ্র। যা নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে চাপানউতোরও শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। একইসঙ্গে ডাকঘরের মাধ্যমে সেইসব চিঠি পাঠানোর ক্ষেত্রে তৃণমূল বাধা দিচ্ছে বলেও অভিযোগ বিজেপির। তৃণমূলের তরফে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে এই চিঠি পাঠানো বন্ধের দাবি জানানো হয়েছে। বিজেপির তরফেও পাল্টা অভিযোগ করা হয়েছে, তৃণমূল কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের নামে চালাতে চাইছে। তারাও ডাকঘরের মাধ্যমে চিঠি দিয়েছে। তাই অবিলম্বে কেন্দ্রের পাঠানো চিঠি উপভোক্তাদের বাড়ি বাড়ি বিলির ব্যবস্থার করার দাবি জানিয়েছে তারা।

[আরও পড়ুন: জঙ্গি নাশকতায় কারাদণ্ড মেয়ের, শুনেই চোখে জল খাগড়াগড়কাণ্ডে দোষী গুলশনারার মায়ের]

সম্প্রতি প্রধামন্ত্রী আবাস যোজনা (নগর)-এর মিশন ডিরেক্টর অমৃত অভিজাতর স্বাক্ষর করা চিঠি পাঠানো হচ্ছে উপভোক্তাদের বাড়ি বাড়ি। তাতে প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি পাওয়ায় তাঁদের অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা আত্মসম্মান অর্জন করেন ও তাঁদের সামাজিক উত্থান ঘটে বলেও চিঠিতে লেখা হচ্ছে। একইসঙ্গে এই চিঠিতে জানানো হচ্ছে, এই প্রকল্পের সেরা বাড়ি নির্মাণের স্বীকৃতি দিতে পিএমএওয়াই (ইউ) পুরস্কার, ২০১৯ চালু করা হয়েছে। তাতে অংশ নিতে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সপরিবারে বাড়ির ছবি তুলে পাঠাতে বলা হয়েছে। আর এই নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কালনা শহরের এইভাবে চিঠি বিলির সময় তাদের বিরুদ্ধে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে।

Advertisement

এপ্রসঙ্গে কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বলেন, ‘বাড়ি তৈরি হয় পুরসভার মাধ্যমে। প্রশাসনিক স্তরের কাজ। এখানে রাজ্য টাকা দেয়। কেন্দ্রও দেয়। সেখানে যদি কোনও চিঠি পাঠানো হয় তাহলে তা কেন্দ্র ও রাজ্য একইসঙ্গে উপভোক্তাদের কাছে তা পাঠাবে। শুধু এইভাবে কেন্দ্র চিঠি কেন পাঠাবে। এমন কিছু পরিবারের বাড়ির লিস্টে নাম নেই তাদেরও চিঠি পাঠানো হয়েছে। এতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি এইসব করাচ্ছে।’ তাই কালনার পুরপ্রধান কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে তাঁর আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘বিজেপি রাজনীতি করছে। তাই আমাদের লোক তা আটকাবেই।’

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’র প্রচারে নদীতে নেমে কচুরিপানা সাফ করলেন প্রাক্তন বিধায়ক]

এদিকে বিজেপির তরফে শনিবার কালনার একটি ডাকঘরের পোস্টমাস্টারকে চিঠি দিয়ে অবিলম্বে চিঠি বিলি করার দাবি জানানো হয়েছে। এপ্রসঙ্গে বিজেপির কালনা নগর সভাপতি সুকল্যাণ পাত্র বলেন, ‘ওই চিঠিতে এমন কিছু লেখা নেই বা প্রধানমন্ত্রীর ছবিও নেই। তাই এতে আপত্তির কী আছে। চিঠি পাঠাচ্ছেন মন্ত্রকের আধিকারিক। তা আটকানো হবে কেন।’ বিজেপির দাবি, তৃণমূল দুর্নীতি ধরা পড়ার ভয়ে চিঠি বিলিতে বাধা দিচ্ছে। পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘তৃণমূল প্রকল্পের নাম বদলে দিচ্ছে। বিভ্রান্ত করে কাটমানি খাওয়ার চেষ্টা করছে। তাই বাধা দিচ্ছে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement