সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বঙ্গ রাজনীতিতে কুকথার ছড়াছড়ি! এবার সুকান্ত মজুমদারকে ‘কলাপাতা পরিয়ে’ বাড়ি পাঠানোর হুমকি দিলেন উদয়ন গুহ (Udayan Guha)। জবাব দিতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষের পালটা কটাক্ষ, ‘বুড়ো বয়সে ভীমরতি হয়েছে ওঁর।’ সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে ফের শুরু কুকথার লড়াই।
সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য় করে খবরের শিরোনামে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। উদয়ন গুহ বলেন, “সুকান্ত মজুমদারকে বলছি, নিরাপত্তারক্ষী না নিয়ে রাস্তায় বের হন, সাধারণ মানুষ জামাকাপড় খুলে নেবে। কলাপাতা পরে বাড়ি ফিরতে হবে।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রসঙ্গত, কোচবিহারে দাঁড়িয়ে উদয়নকে হুমকি দিয়েছিলেন সুকান্ত মজুমদারও। বলেছিলেন, “নিরাপত্তারক্ষী না থাকলে ১৫ মিনিটে শেষ উদয়ন।” এরই পালটা দিলেন রাজ্যের মন্ত্রী।
তৃণমূল বিধায়ককে জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য় করে বসেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষও। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় উদয়নের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, রাজনীতিতে কুকথার আমদানি করেছে তৃণমূল। এটা ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এধরনের কথা ভালভাবে নিচ্ছে না। এরপরই রাজ্যের মন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন সজল ঘোষ। বলেন, বাবার পরিচয় ছিল বলে করে-কম্মে খাচ্ছে। ওঁর (উদয়ন গুহ) বাবার নাম বদনাম করেছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে।” এরপরই তাঁর হুমকি, “সুকান্ত একা নন, রাস্তাঘাটে সবাইকে বের হতে হয়। রাজ্যের বিভিন্ন রাস্তা, কলকাতার রাস্তাতেও সবাইকে হাঁটতে হয়। পতাকা ছেড়ে ওঁর জেতার ক্ষমতা ছিল না। পুলিশ ছাড়া রাস্তায় নামুক উদয়ন, তারপর বুঝব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.