Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী করার পর ফের মন্ত্রী, কাঁথির ছাত্রী নিবাসের দু’বার উদ্বোধনে বিতর্ক

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শিক্ষামহলে বিস্তর আলোচনা হচ্ছে।

Controversary over Contai Polytechnic college women's hostel inauguration
Published by: Subhamay Mandal
  • Posted:August 31, 2018 2:24 pm
  • Updated:August 31, 2018 2:24 pm  

দীপঙ্কর মণ্ডল: একেই হয়তো বলে, তেলা মাথায় তেল দেওয়া। প্রকল্পের উদ্বোধন করে গেলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতেই সেই প্রকল্পেরই পুনরায় উদ্বোধন করে বিতর্কের সৃষ্টি করলেন মন্ত্রী। প্রশাসনিক গাফিলতি নাকি পরিকল্পিত ঘটনা, প্রশ্ন উঠছে সেই নিয়ে। গত বছর ১১ জুলাই কাঁথি পলিটেকনিক কলেজের ছাত্রী নিবাস প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় প্রশাসনিক বৈঠক থেকে উদ্বোধনের কাজ সম্পূর্ণ হয়। এরই মধ্যে বৃহস্পতিবার সেই ছাত্রী নিবাসের ফের উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। কীভাবে এমন গাফিলতি হল, উত্তর নেই কারও কাছে। খোদ মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্প ফের কোনও মন্ত্রী উদ্বোধন করতে পারেন কী? প্রশ্ন তুলছে শিক্ষামহলের একাংশ।

[বন্যা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ, জ্যাকের সাহায্যেই উঁচু হল দোতলা বাড়ি]

গতবছর ১১ জুলাই কাঁথি পলিটেকনিক কলেজের ছাত্রী নিবাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় প্রশাসনিক সভার মঞ্চ থেকেই উদ্বোধন করা হয় ঝাঁ-চকচকে আধুনিক মানের ওই ছাত্রী নিবাসটি। তারপর বছর ঘুরতেই সেই ছাত্রী নিবাসের উদ্বোধন করলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। কেউ কেউ একে প্রশাসনিক গাফিলতি বলছেন। মন্ত্রীকে হয়তো জানানোই হয়নি এই বিষয়ে। অন্যদিকে, অধ্যাপকদের কয়েকজন একে পরিকল্পিত চক্রান্ত আখ্যা দিয়েছেন। রাজ্য সরকারের ভাবমূর্তি জনমানসে ক্ষুণ্ন করতেই নাকি একই ছাত্রী নিবাস দু’বার করে উদ্বোধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শিক্ষামহলে বিস্তর আলোচনা হচ্ছে।

Advertisement

[মা ও ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত, লকআপের বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে শিক্ষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement