Advertisement
Advertisement
Contai Co Operative Bank

পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে কাঁথি কো-অপারেটিভ? রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা

এখন দেখার ৭৯ বছরের কাঁথি সমবায় ব্যাঙ্কের কপালে পূর্ণ ব্যাঙ্কের মুকুট উঠতে কতটা সময় লাগে।

Contai Co Operative Bank to get full bank full bank status
Published by: Sayani Sen
  • Posted:March 21, 2025 7:47 pm
  • Updated:March 21, 2025 7:54 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার আরবিআইয়ের তালিকাভুক্ত ব্যাঙ্কের মর্যাদা পেতে চলেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের চেয়ারম্যান তথা এগরার বিধায়ক তরুণকুমার মাইতি ও ব্যাঙ্কের সম্পাদক অ্যাপোলো আলি মুম্বই পাড়ি দিয়ে ফিরে আসতেই জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সূত্রের খবর, ব্যাঙ্কের যে থ্রি টায়ার্স লেয়ার রয়েছে সেখানে পা দিয়ে ফেলেছে কন্টাই কো-অপারেটিভব্যাঙ্ক লিমিটেড। এটিই আবার উত্তর-পূর্ব ভারতের সব থেকে বড় আরবান কো-পারেটিভ ব্যাঙ্ক। এই প্রথম আরবিআইয়ের গভর্নরের সঙ্গে সরাসরি ব্যাঙ্ক পরিচালনার বিষয়ে আলোচনার জন্যে ব্যাঙ্কের চেয়ারম্যান ও সেক্রেটারিকে মুম্বইতে আমন্ত্রণ জানানো হয়েছিল। বুধবার বৈঠক হয় গভর্নরের সঙ্গে। ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে সমস্যাগুলি তুলে ধরেন দুই প্রতিনিধি। তবে কবে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের কপালে আরবিআই নথিভুক্ত ব্যাঙ্কের তকমা জুটবে তার জন্যে অপেক্ষা করতে হবে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে আরবিআই বলছে, ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্ক হিসাবে মাথা তুলে দাঁড়াতে আরবান কো-অপারেটিভব্যাঙ্কগুলিকে (ইউসিবি) কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। সূত্রের খবর, ইতিমধ্যে সেই শর্তপূরণ করেছে কাঁথির এই ব্যাঙ্ক। রয়েছে ১৩৫০ কোটি টাকার ডিপোজিট। সেই কারণেই এবার পূর্ণ ব্যাঙ্ক বা শিডিউল ব্যাঙ্ক হিসাবে পথচলা শুরু করতে আরবিআইয়ের গভর্নর আমন্ত্রণ জানান ব্যাঙ্কের কর্তাদের। শিডিউল ব্যাঙ্কের তকমা জুটলে সেক্রেটারির পদটি সিইও পদে রূপান্তরিত হবে বলেও জানা গিয়েছে। তবে আরবিআইয়ের শর্ত আরও বলছে, পূর্ণ ব্যাঙ্কের তকমা পেতে ‘টায়ার থ্রি বা ফোরে’র মধ্যে থাকতে হবে সংশ্লিষ্ট ইউসিবিকে। আর কাঁথির এই ব্যাঙ্ক রয়েছে টায়ার থ্রিতে। তাই বাধা থাকছে না এখানেও। একইসঙ্গে ‘এ’ অডিট ক্লাসের শিরোপাও এসেছে এই ব্যাঙ্কের ঝুলিতে। সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ ইউসিবি হিসাবেও এই ব্যাঙ্কের নাম ছড়িয়েছে সর্বত্র।

Advertisement

ইতিমধ্যেই আরবিআই-র নির্দেশিকা মেনে ছোট পরিসরে দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় ১৬টি শাখা খোলা হয়েছে এই ব্যাঙ্কের তরফে। সঙ্গে রয়েছে এটিএম পরিষেবা। চলছে অনলাইন ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিংও। এখন দেখার ৭৯ বছরের কাঁথি সমবায় ব্যাঙ্কের কপালে পূর্ণ ব্যাঙ্কের মুকুট উঠতে কতটা সময় লাগে। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সেক্রেটারি অ্যাপলো আলি বলেন, “কন্টাই কো-অপারেটিভব্যাঙ্ক নিয়ে ভাবছে আরবিআই। ফলে অন্যান্য আরবিআইয়ের সিডিউল ব্যাঙ্ক বা নথিভুক্ত ব্যাঙ্কের তালিকায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের আসার সম্ভাবনা রয়েছে। তাই মুম্বইতে আরবিআইয়ের গভর্নরের সঙ্গে সরাসরি আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্যাঙ্ক পরিচালনার জন্যে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে। এই প্রথম গভর্নরের সঙ্গে ব্যাঙ্কের বৈঠক হয়েছে। তবে কবে সিডিউল ব্যাঙ্কের তকমা কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মুকুটে জুড়বে, তা এখনই বলা যাবে না। কারণ এই বিষয়টি পুরোটাই আরবিআইয়ের বিষয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement