Advertisement
Advertisement

Breaking News

Congress

দাপট অব্যাহত, সিপিএমের সঙ্গে জোট ছাড়াই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী কংগ্রেস

১৬ আসনের মধ্যে ১০টি কংগ্রেসের দখলে।

Congress wins bar association election in Siliguri | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 1, 2023 7:46 pm
  • Updated:May 1, 2023 7:46 pm  

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: বার অ্যাসোসিয়েশনে কংগ্রেসের দাপট অব্যাহত। ফের একবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল কংগ্রেস। তবে প্রতিবছর তারা সিপিএমের সঙ্গে জোট করে লড়াই করে। এবছর জোট ছাড়াই ১৬ আসনের মধ্যে ১০টি তারা দখল করল। এছাড়া ৪টি পেয়েছে তৃণমূল ও ২টি আসন পেয়েছে সিপিএম (CPM)।

তবে তৃণমূল (TMC) এবছর ভাল ফল করেছে। তাঁরা এই প্রথমবার ৪টি আসন পেল। ২৯ এপ্রিল শিলিগুড়ি আদালতে এই নির্বাচন হয়। ১৬টি আসনের জন্য ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন। বার অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৪২৯ জন যদিও ভোট দিয়েছে ১২১৯ জন। রবিবার সকাল থেকে গণনা শুরু হয়। বেশ কিছু পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এরপর রাত ১২টা নাগাদ ফল প্রকাশ করা হয়। তাতেই দেখা যায় এবছরও বোর্ড দখল করেছে কংগ্রেস। ফলাফল অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সহ সম্পাদক ও গ্রন্থাগারিক পদ গুলো তৃণমূল জিতেছে।

Advertisement

[আরও পড়ুন: মানবিক অভিষেক, ইটাহারের রাস্তায় জনসংযোগের মাঝেই করে দিলেন অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ]

বাকি সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ পেয়েছে কংগ্রেস। এছাড়া ৯ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে ৭টি পেয়েছে কংগ্রেস ও ২টি পেয়েছে সিপিএম। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন কংগ্রেসের অলোক ধারা। পীযুষ কান্তি ঘোষ বলেন, “বোর্ডে যেই থাকুক সভাপতি হিসেবে সকলকে নিয়েই আমি কাজ করব। বার অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নিয়ে যাবো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement