Advertisement
Advertisement

Breaking News

জাতীয় স্তরে বন্ধুত্ব, তবে রাজ্যে এসে তৃণমূল বিরোধিতায় সরব রাহুল

দীর্ঘদিনের সঙ্গী ধোঁকা দিয়েছেন, মৌসমকে খোঁচা কংগ্রেস সভাপতির।

Congress President Rahul Gandhi slams Mamata Banerjee
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2019 5:23 pm
  • Updated:March 23, 2019 5:39 pm  

রাহুল চক্রবর্তী, মালদা: লোকসভা নির্বাচনের প্রচারে ঝটিকা সফরে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী৷ মালদার চাঁচোলের জনসভায় ১৯ মিনিটের বক্তব্যে সিপিএম-এর বিরোধিতায় বরাদ্দ সময় ছিল ২ থেকে ৩ মিনিট৷ আর অধিকাংশ সময়টাই ভরে রইল মোদি-মমতার সমালোচনায়৷ দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলে, এরাজ্যে নতুন করে উন্নয়নের বার্তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী৷ শনিবার মালদহের চাঁচোলের কদমবাগান মাঠের সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরব হয়েছেন তিনি৷

‘একসঙ্গে সকলের জন্য কাজ করব’, প্রচারে কর্মীদের বার্তা নুসরতের

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর বাংলায় এটাই ছিল কংগ্রেস সভাপতির প্রথম সফর৷ আর তাতেই তিনি বুঝিয়ে দিলেন, দিল্লিতে যতই কংগ্রেস আর তৃণমূল একযোগে মোদির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিক, রাজ্যে সমীকরণ অন্য৷ এখানে শাসকদলকে রাজনৈতিকভাবে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷ রাহুল গান্ধীর কথায়, ‘এরাজ্যে কৃষকঋণ মকুব করা হয়নি৷ বেকারদের চাকরি জোটেনি৷ স্বাস্থ্য, শিক্ষায় উন্নতি নেই৷ কেন্দ্রে কংগ্রেস এলে, এরাজ্যেও বিকাশ হবে৷ বাংলা পিছিয়ে থাকবে না৷’ রাহুল তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, ‘৩৪ বছরের বামশাসনে যে অত্যাচার হয়েছে, একই ছবি দেখা যাচ্ছে তৃণমূল জমানাতেও৷ কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ তাই কংগ্রেস এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়বে৷’

Advertisement

মালদহে রাহুল গান্ধীর সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোঁড়াছুঁড়ি সমর্থকদের মধ্যে

বস্তুত, প্রদেশ কংগ্রেস বাম-সঙ্গ ছেড়ে একাই লড়ছে আসন্ন লোকসভা নির্বাচনে৷ বাংলায় তাঁদের মূল প্রতিপক্ষ তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাহুলের এই বক্তব্য কার্যত প্রদেশের এই মনোভাবেই শিলমোহর দিয়ে গেলেন৷ নাম করেই বললেন,‘বাংলায় দিনভর মমতার ভাষণ চলে, কোনও কাজ হয় না৷ একজনই এখানে সরকার চালান৷ নিজের মর্জিমতো৷’ কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই বাংলা তথা গোটা দেশে কীভাবে উন্নতি হবে তার প্রতিশ্রুতিও দিলেন৷ ঘোষণা করেন, গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করবে৷ বেকারত্ব থাকবে না৷ স্বাস্থ্য, শিক্ষাতেও অভাব থাকবে না৷

এগিয়ে আসছে নির্বাচন, চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ঘটনাচক্রে এদিন যে চাঁচোলে সভা করলেন রাহুল গান্ধী, সেটি মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ সেখানকারই বিদায়ী সাংসদ মৌসম বেনজির নুর, যিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তাঁর কথা উল্লেখ করে রাহুল বলেন, দীর্ঘদিনের সঙ্গী ধোঁকা দিয়েছেন৷ নির্বাচনের মধ্যে দিয়েই তাঁকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন রাহুল৷ রাফালে থেকে জিএসটি- সব বিষয়ে এদিন নরেন্দ্র মোদির নাম করে সমালোচনায় মুখর হন কংগ্রেস সভাপতি৷ বিজেপি কীভাবে দেশে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন, তাও উল্লেখ করেন৷ তবে সবচেয়ে গুরুবপূর্ণ, রাজ্যে এসে মমতার সমালোচনা৷ দিল্লিতে একাধিকবার মমতা-রাহুলকে পাশে থাকতে দেখা গিয়েছে, যৌথভাবেই তাঁরা বিজেপির বিরোধিতা করেছেন৷ কিন্তু রাজ্য দেখা গেল, মমতার নেতৃত্বাধীন শাসকদলকে তীব্র সমালোচনা করে গেলেন রাহুল গান্ধী৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের চেনা গড় আমেঠির পাশাপাশি কেরলের ওয়ান্ডা থেকেও আসন্ন লোকসভায় লড়ছেন রাহুল গান্ধী বলে সূত্রের খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement