Advertisement
Advertisement

জাতীয় স্তরে বন্ধুত্ব, তবে রাজ্যে এসে তৃণমূল বিরোধিতায় সরব রাহুল

দীর্ঘদিনের সঙ্গী ধোঁকা দিয়েছেন, মৌসমকে খোঁচা কংগ্রেস সভাপতির।

Congress President Rahul Gandhi slams Mamata Banerjee
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2019 5:23 pm
  • Updated:March 23, 2019 5:39 pm  

রাহুল চক্রবর্তী, মালদা: লোকসভা নির্বাচনের প্রচারে ঝটিকা সফরে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী৷ মালদার চাঁচোলের জনসভায় ১৯ মিনিটের বক্তব্যে সিপিএম-এর বিরোধিতায় বরাদ্দ সময় ছিল ২ থেকে ৩ মিনিট৷ আর অধিকাংশ সময়টাই ভরে রইল মোদি-মমতার সমালোচনায়৷ দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলে, এরাজ্যে নতুন করে উন্নয়নের বার্তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী৷ শনিবার মালদহের চাঁচোলের কদমবাগান মাঠের সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরব হয়েছেন তিনি৷

‘একসঙ্গে সকলের জন্য কাজ করব’, প্রচারে কর্মীদের বার্তা নুসরতের

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর বাংলায় এটাই ছিল কংগ্রেস সভাপতির প্রথম সফর৷ আর তাতেই তিনি বুঝিয়ে দিলেন, দিল্লিতে যতই কংগ্রেস আর তৃণমূল একযোগে মোদির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিক, রাজ্যে সমীকরণ অন্য৷ এখানে শাসকদলকে রাজনৈতিকভাবে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷ রাহুল গান্ধীর কথায়, ‘এরাজ্যে কৃষকঋণ মকুব করা হয়নি৷ বেকারদের চাকরি জোটেনি৷ স্বাস্থ্য, শিক্ষায় উন্নতি নেই৷ কেন্দ্রে কংগ্রেস এলে, এরাজ্যেও বিকাশ হবে৷ বাংলা পিছিয়ে থাকবে না৷’ রাহুল তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, ‘৩৪ বছরের বামশাসনে যে অত্যাচার হয়েছে, একই ছবি দেখা যাচ্ছে তৃণমূল জমানাতেও৷ কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ তাই কংগ্রেস এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়বে৷’

Advertisement

মালদহে রাহুল গান্ধীর সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোঁড়াছুঁড়ি সমর্থকদের মধ্যে

বস্তুত, প্রদেশ কংগ্রেস বাম-সঙ্গ ছেড়ে একাই লড়ছে আসন্ন লোকসভা নির্বাচনে৷ বাংলায় তাঁদের মূল প্রতিপক্ষ তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাহুলের এই বক্তব্য কার্যত প্রদেশের এই মনোভাবেই শিলমোহর দিয়ে গেলেন৷ নাম করেই বললেন,‘বাংলায় দিনভর মমতার ভাষণ চলে, কোনও কাজ হয় না৷ একজনই এখানে সরকার চালান৷ নিজের মর্জিমতো৷’ কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই বাংলা তথা গোটা দেশে কীভাবে উন্নতি হবে তার প্রতিশ্রুতিও দিলেন৷ ঘোষণা করেন, গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করবে৷ বেকারত্ব থাকবে না৷ স্বাস্থ্য, শিক্ষাতেও অভাব থাকবে না৷

এগিয়ে আসছে নির্বাচন, চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ঘটনাচক্রে এদিন যে চাঁচোলে সভা করলেন রাহুল গান্ধী, সেটি মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ সেখানকারই বিদায়ী সাংসদ মৌসম বেনজির নুর, যিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তাঁর কথা উল্লেখ করে রাহুল বলেন, দীর্ঘদিনের সঙ্গী ধোঁকা দিয়েছেন৷ নির্বাচনের মধ্যে দিয়েই তাঁকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন রাহুল৷ রাফালে থেকে জিএসটি- সব বিষয়ে এদিন নরেন্দ্র মোদির নাম করে সমালোচনায় মুখর হন কংগ্রেস সভাপতি৷ বিজেপি কীভাবে দেশে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন, তাও উল্লেখ করেন৷ তবে সবচেয়ে গুরুবপূর্ণ, রাজ্যে এসে মমতার সমালোচনা৷ দিল্লিতে একাধিকবার মমতা-রাহুলকে পাশে থাকতে দেখা গিয়েছে, যৌথভাবেই তাঁরা বিজেপির বিরোধিতা করেছেন৷ কিন্তু রাজ্য দেখা গেল, মমতার নেতৃত্বাধীন শাসকদলকে তীব্র সমালোচনা করে গেলেন রাহুল গান্ধী৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের চেনা গড় আমেঠির পাশাপাশি কেরলের ওয়ান্ডা থেকেও আসন্ন লোকসভায় লড়ছেন রাহুল গান্ধী বলে সূত্রের খবর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement