Advertisement
Advertisement

সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল কংগ্রেসের কার্যালয়

মুখে কুলুপ এঁটেছেন কংগ্রেস নেতারা।

Congress office on ‘encroached’ land demolished in Durgapur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2018 3:01 pm
  • Updated:November 12, 2018 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দুর্গাপুর শহরে নিজেদের জমি দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি। গত কয়েক দিন ধরে শহরের ভগৎ সিং মোড় এলাকায় ডিএসপি জমিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। শুক্রবার সকালেও ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভেঙে দেয় ডিএসপি কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, কংগ্রেসের একটি কার্যালয়ও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[কাঠুয়া কাণ্ডের অভিনব প্রতিবাদ, অভিযুক্তদের বাড়িতে পাঠানো হচ্ছে জুতো]

Advertisement

স্টিল অথরিটি অব ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর শহর জুড়ে কেন্দ্রীয় সরকারি এই সংস্থাটির সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। কিন্তু, সংস্থাটির বহু জমিই বেদখল হয়ে গিয়েছে। ডিএসপির জমিতে অবৈধভাবে তৈরি হয়েছে দোকান, এমনকী বসতবাড়িও। সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে বিস্তর ঝামেলাও হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েছেন ডিএসপি কর্মীরা। তবে দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডে ভগৎ সিং মোড় এলাকার জমিটি দখলমুক্ত করতে বদ্ধপরিকর ডিএসপি কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই জমিতে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে একটি প্ল্যান্ট তৈরি করতে চায় ডিএসপি। প্রকল্পের জন্য অর্থও রবাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু, জমি জটে প্ল্যান্ট তৈরির কাজ এখনও শুরু করা যায়নি। গত কয়েকদিন ধরে ভগৎ সিং মোড়ে সংস্থার জমিতে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছেন ডিএসপি কর্মীরা। রীতিমতো বুলডোজার নিয়ে চলছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাড়ি ও দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভগৎ মোড়ে ডিএসপি জমিতে ছিল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়। সেটিও ভেঙে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের মুখে কংগ্রেসে কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই এলাকায় আদৌও দলের কোনও কার্যালয় আছে কিনা, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন কংগ্রেস নেতারা।

ছবি: উদয়ন গুহরায়

[ভোট পিছোলে বর্ষায় গ্রামবাসীকে স্কুলে আশ্রয় কীভাবে, শিরে সংক্রান্তি প্রশাসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement