Advertisement
Advertisement

Breaking News

নিপার আতঙ্কে বিধায়কের বিয়ে ল্যাংড়া-ফজলিহীন

'আমের চাটনি থাকবে, কিন্তু গোটা আম দেবেন কিনা ভাবছেন'

Congress MLA in fear of Nipha on giving Mamgo on his Marrage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 6:26 pm
  • Updated:June 27, 2018 6:26 pm  

রাহুল চক্রবর্তী: নিজের বৈঠকখানায় আমদরবার বসিয়ে অন্যের বহু সমস্যার সমাধান তিনি বাতলে দিয়েছেন। কিন্তু এখন তাঁকে গ্রাস করেছে নিপার আতঙ্ক৷ ফলে নিজের বিয়েতে খাসতালুকের আম নিয়ে বেশ চিন্তাতেই রয়েছেন মালদহের কংগ্রেস বিধায়ক তথা রাজ্য যুব কংগ্রেস সভাপতি আলবেরুনি জুলকারনাইন। বিয়ের আর দু’সপ্তাহ বাকি নেই। অতিথিদের পাতে মালদহের আম দেওয়ার জবরদস্ত পরিকল্পনা হচ্ছে। অথচ নিপা আতঙ্কে মালদহজুড়ে এখন আম রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বিয়ের ভোজসভার পাতে কেউ কি ল্যাংড়া, ফজলি আম মুখে তুলবে? গৃহকর্তাই বা কোন মুখে তা পাতে তুলে দেবেন? এই সাতপাঁচ ভেবেই আলবেরুনি বিমর্ষ। বলছেন, “বিয়েতে আমের চাটনি তো হবেই। কিন্তু কাটা বা গোটা আম দেব কি না ভাবছি।”

[মেসেঞ্জারে অজানা লিংক খুলে হ্যাকারদের ফাঁদে যুগল, অভিযোগ দায়ের]

Advertisement

মাত্র ক’দিন আগের কথা। নিপা ভাইরাসের আতঙ্কে লিচু, কলা খাওয়া কার্যত ছেড়ে দেয় আমবাঙালি। মরশুম শুরু হতে আমেও সেই আতঙ্কের থাবা বসে। হিমসাগর থেকে ফজলি, সব আম ভাল করে হাতে নিয়ে দেখে তবেই ব্যাগবন্দি করছেন সাধারণ মানুষ। ঘটনাচক্রে আমের সঙ্গে মালদহের কথাও সামনে চলে আসে। কিছুদিন আগে রটে যায় মালদহের আম নিপা ভাইরাসে আক্রান্ত। ফলত আম কেনা ও খাওয়া কার্যত বন্ধ হয়ে যায়। এমনিতেই মালদহের আম জগৎবিখ্যাত। বিশ্বজোড়া সমাদর। ফলে নিপার আতঙ্কে আম ব্যবসায় বড়সড় ধাক্কা লাগে। যদিও মালদহ জেলা প্রশাসন সুস্পষ্টভাবে জানিয়েদেয়, “মালদহের আম নিরাপদ। নিপা ভাইরাস সম্পূর্ণ গুজব।”

নিরাপদ না বিপদ, এ নিয়ে যখন বিতর্ক চলছে, সেই সময়ই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালদহ জেলার চাঁচোল কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আলবেরুনী জুলকারনাইন। আগামী ৭ জুলাই উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা সোফিয়া শবনমের সঙ্গে তিনি জীবনযাপনের চুক্তিতে নিবদ্ধ হবেন। লাভ ম্যারেজ নয়। পরিচিতের মাধ্যমে যোগাযোগ করে দেখে-শুনেই বিয়ে হচ্ছে। চাঁচোলে নিজের বাসভবনে ৮ জুলাই সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করেছেন আলবেরুনি। নিমন্ত্রিতের সংখ্যা চার থেকে পাঁচ হাজার। বিধায়কের বিয়ে, ফলে আলাদা জাঁকজমক থাকবে, তা বলাই বাহুল্য। রাজ্য ও জেলার তাবড় নেতা, নেত্রী, প্রশাসনিক কর্তারা আমন্ত্রিত।

[দেশের সেরা বাংলাই, রাজ্যের ৩১টি প্রকল্পকে পুরস্কৃত করল স্কচ ফাউন্ডেশন]

ইতিমধ্যে বিয়ের আমন্ত্রণ পেয়ে কংগ্রেস বিধায়করা এক হাজার টাকা করে চাঁদা তোলাও শুরু করে দিয়েছেন। মেনু লিস্ট খোলসা করে বলতে চাননি রাজ্য যুব কংগ্রেসের তরুণ নেতা। প্রশ্ন একটাই, ভোজপাতে কি মালদহের ফজলি, ল্যাংড়া, লক্ষ্মণভোগ, আম্রপালি, মল্লিকার কোনও একটা থাকছে? আলবেরুনি বলছেন, “নিপা ভাইরাসের গুজবের ভয়ে মানুষজন আম কম খাচ্ছে। চাষিদের সস্তায় আম বিক্রি করতে হচ্ছে। ল্যাংড়া ৭-৮ টাকায় বিক্রি হচ্ছে। আর হিমসাগরের মতো আম ২ টাকায় বিকোচ্ছে। কিছু জায়গায় আম রাস্তায় ফেলে দিচ্ছে। এই অবস্থায় প্রশাসনের উচিত সচেতনতা বাড়ানো। তাই বিয়েতে পাতে চাটনি বাদে সেইভাবে আম দেব কি না ভাবছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement