স্টাফ রিপোর্টার: পাঁচটা পুরসভা আগেই গিয়েছে৷ হাতে ছিল মুর্শিদাবাদ ও কান্দি৷ তাও আবার একটি হাতছাড়া হল৷ আজ, বুধবার মুর্শিদাবাদ পুরসভার পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী-সহ ১২ জন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে৷ তৃণমূল ভবনে কংগ্রেস ত্যাগী কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ এই অবস্থায় নিজের গড় হারিয়ে শেষ সম্বল হিসাবে কান্দি পুরসভা অধীর চৌধুরি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে৷ তার আগে অধীরের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল দুই বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া৷ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল৷ কংগ্রেসের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখছেন কি অধীর, মত রাজনীতিমহলের৷
ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, বেলডাঙা, বহরমপুর–এই পাঁচটি পুরসভা আগেই বিরোধীদের হাতছাড়া হয়েছে৷ পুরপ্রধান-সহ বিরোধী দলের কাউন্সিলররা সদলবলে যোগ দিয়েছেন তৃণমূলে৷ মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও কান্দি পুরসভা এতদিন ধরে দখলে রেখেছে কংগ্রেস৷ এবার মুর্শিদাবাদ পুরসভাও কংগ্রেসের হাতছাড়া হল৷ ১৬ আসন বিশিষ্ট এই পুরসভায় পুর নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১০টি আসন৷ বিজেপি পায় দু’টি আসন৷ বামেরা জেতে দুটি ওয়ার্ডে৷ একটি করে আসন জেতে তৃণমূল ও নির্দল৷ উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বুধবার তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের ১০জন কাউন্সিলর ও অন্য দলের দু’জন কাউন্সিলর৷ যার মধ্যে রয়েছেন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী, উপপ্রধান সাহিদা বিবি৷ ফলে এই পুরসভাতেও এবার ক্ষমতা দখল করবে তৃণমূল৷ কংগ্রেস কাউন্সিলররা মঙ্গলবার রাতেই কলকাতায় চলে আসেন৷ এদিন দুপুরের মধ্যেই তাঁরা তৃণমূল ভবনে পৌঁছে যাবেন৷ তাঁদের স্বাগত জানাবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ কংগ্রেস কাউন্সিলররা জানিয়েছেন, “উন্নয়নের জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি৷ কংগ্রেসে থেকে মুর্শিদাবাদ পুরসভা এলাকায় আর উন্নয়ন করা যাচ্ছে না৷ মানুষ উন্নয়ন চান৷ আর তা সম্ভব একমাত্র তৃণমূলের হাত ধরেই৷”
মুর্শিদাবাদ পুরসভা হাতছাড়া হলে একমাত্র কান্দি পুরসভা পড়ে থাকবে কংগ্রেসের হাতে৷ তাও আবার সেটির অবস্থা নড়বড়ে৷ ইতিমধ্যে কান্দি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন৷ বস্তুত, মুর্শিদাবাদ এখন আর কংগ্রেসের দুর্গ নেই৷ অধীর ঘনিষ্ঠ রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে৷ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দল ছেড়ে তৃণমূলে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব৷ মুর্শিদাবাদ থেকে কংগ্রেস কার্যত নিঃশেষিত হওয়ার পথে, সেটাই প্রকট হয়ে দেখা দিচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.