Advertisement
Advertisement

মুর্শিদাবাদ পুরসভাও হাতছাড়া কংগ্রেসের, তৃণমূলে যোগ দুই বিধায়কের

এই অবস্থায় নিজের গড় হারিয়ে শেষ সম্বল হিসাবে কান্দি পুরসভা অধীর চৌধুরি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে৷

Congress looses Murshidabad Municipality also, two mla joins tmc
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 3:49 pm
  • Updated:September 28, 2016 3:49 pm

স্টাফ রিপোর্টার: পাঁচটা পুরসভা আগেই গিয়েছে৷ হাতে ছিল মুর্শিদাবাদ ও কান্দি৷ তাও আবার একটি হাতছাড়া হল৷ আজ, বুধবার মুর্শিদাবাদ পুরসভার পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী-সহ ১২ জন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে৷ তৃণমূল ভবনে কংগ্রেস ত্যাগী কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ এই অবস্থায় নিজের গড় হারিয়ে শেষ সম্বল হিসাবে কান্দি পুরসভা অধীর চৌধুরি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে৷ তার আগে অধীরের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল দুই বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া৷ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল৷ কংগ্রেসের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখছেন কি অধীর, মত রাজনীতিমহলের৷

ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, বেলডাঙা, বহরমপুর–এই পাঁচটি পুরসভা আগেই বিরোধীদের হাতছাড়া হয়েছে৷ পুরপ্রধান-সহ বিরোধী দলের কাউন্সিলররা সদলবলে যোগ দিয়েছেন তৃণমূলে৷ মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও কান্দি পুরসভা  এতদিন ধরে দখলে রেখেছে কংগ্রেস৷ এবার মুর্শিদাবাদ পুরসভাও কংগ্রেসের হাতছাড়া হল৷ ১৬ আসন বিশিষ্ট এই পুরসভায় পুর নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১০টি আসন৷ বিজেপি পায় দু’টি আসন৷ বামেরা জেতে দুটি ওয়ার্ডে৷ একটি করে আসন জেতে তৃণমূল ও নির্দল৷ উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বুধবার তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের ১০জন কাউন্সিলর ও অন্য দলের দু’জন কাউন্সিলর৷ যার মধ্যে রয়েছেন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী, উপপ্রধান সাহিদা বিবি৷ ফলে এই পুরসভাতেও এবার ক্ষমতা দখল করবে তৃণমূল৷ কংগ্রেস কাউন্সিলররা মঙ্গলবার রাতেই কলকাতায় চলে আসেন৷ এদিন দুপুরের মধ্যেই তাঁরা তৃণমূল ভবনে পৌঁছে যাবেন৷ তাঁদের স্বাগত জানাবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ কংগ্রেস কাউন্সিলররা জানিয়েছেন, “উন্নয়নের জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি৷ কংগ্রেসে থেকে মুর্শিদাবাদ পুরসভা এলাকায় আর উন্নয়ন করা যাচ্ছে না৷ মানুষ উন্নয়ন চান৷ আর তা সম্ভব একমাত্র তৃণমূলের হাত ধরেই৷”

Advertisement

মুর্শিদাবাদ পুরসভা হাতছাড়া হলে একমাত্র কান্দি পুরসভা পড়ে থাকবে কংগ্রেসের হাতে৷ তাও আবার সেটির অবস্থা নড়বড়ে৷ ইতিমধ্যে কান্দি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন৷ বস্তুত, মুর্শিদাবাদ এখন আর কংগ্রেসের দুর্গ নেই৷ অধীর ঘনিষ্ঠ রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে৷ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দল ছেড়ে তৃণমূলে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব৷ মুর্শিদাবাদ থেকে কংগ্রেস কার্যত নিঃশেষিত হওয়ার পথে, সেটাই প্রকট হয়ে দেখা দিচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement