Advertisement
Advertisement
পঞ্চায়েত প্রধান

কাটমানি নিয়েছে প্রধান, অভিযোগ করে প্রহৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য

ভেঙে দেওয়া হল কংগ্রেসের পার্টি অফিস ও ইন্দিরা গান্ধীর মূর্তি৷

Congress leader thrashed for raising cut money allegation
Published by: Tanujit Das
  • Posted:July 20, 2019 11:59 am
  • Updated:August 22, 2022 4:14 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বিভিন্ন সরকারি প্রকল্পে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন তিনি৷ এটাই তাঁর দোষ! সেজন্য এবার শাসকদলের রোষের মুখে পড়তে হল পঞ্চায়েতের কংগ্রেস সদস্যকে৷ বেধড়ক মারধর করা হল তাঁকে৷ ভেঙে দেওয়া হল কংগ্রেসের পার্টি অফিস ও ইন্দিরা গান্ধীর মূর্তি৷ শুক্রবার এই ঘটনার সাক্ষী থাকল বাগদা থানার মালিপোতা পঞ্চায়েত৷ প্রহৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম আয়নাল মণ্ডল৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

[ আরও পড়ুন: মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর যুবককে, উলঙ্গ করে ঘোরানোর অভিযোগ বনগাঁয়]

Advertisement

জানা গিয়েছে, মালিপোতা পঞ্চায়েতের প্রধান আসমা তারা মণ্ডলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেন আয়নাল মণ্ডল৷ জানান, রাজ্য সরকারের একাধিক প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে, গ্রামের মানুষের থেকে টাকা তুলেছেন পুরপ্রধান৷ কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও সেই প্রকল্পের সুবিধা পাননি সেই সমস্ত মানুষরা৷ বরং পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর সম্পত্তি ফুলে-ফেঁপে উঠেছে৷ এলাকায় দাদাগিরি বেড়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীর৷ এই সমস্ত অভিযোগে পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি তোলেন তিনি৷ স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত দাবি জানিয়ে শুক্রবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামের অন্দরে পোস্টারও লাগান কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্য৷ নাটাবেড়িয়া বাজার এলাকার রাস্তার পাশের বিভিন্ন দেওয়াল এবং মালিপোতা পঞ্চায়েতের সামনে পোস্টারগুলি নজরে পড়ে পথচলতি মানুষের৷ এরপরই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

[ আরও পড়ুন: পুলিশি নিরাপত্তায় গ্রামে পা নেতাই গণহত্যার মূল অভিযুক্তের, ক্ষুব্ধ শহিদ পরিবার ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় শাসকদলের রোষের মুখে পড়তে হয় কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যকে৷ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, ওইদিন আয়নাল মণ্ডলকে বেধড়ক মারধর করে পঞ্চায়েত প্রধানের স্বামী আফজাল মণ্ডল ও তার সাগরেদরা। ভেঙে দেওয়া হয়েছে কংগ্রেসের পার্টি অফিস এবং সেখানে স্থাপিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি৷ আহত অবস্থায় আয়নালকে ভরতি করা হয় বাগদা হাসপাতালে৷ বাগদা থানায় পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান আসমা তারা মণ্ডল এবং তাঁর স্বামী আফজাল মণ্ডল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement