সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই মামলায় জামিন পেলেন সন্ময়বাবু। জামিন মঞ্জুর করে পুরুলিয়া জেলা আদালত। জামিন পাওয়ার খবরে আদালতের বাইরে দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এদিন সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন কংগ্রেস নেতা। এরপর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। অগণতান্ত্রিক ভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার অপরাধ কী সেটাও পর্যন্ত আমাকে জানানো হয়নি। আমার খড়দহের বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশ।’
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর যুব তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য কুরুচিকর ছিল বলে তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা রুজু হয়। ১৭ অক্টোবর রাতে সন্ময়বাবুর খড়দহের বাড়ি থেকে বারাকপুর কমিশনারেটের পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। থানায় নিয়ে এসে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এদিন সন্ময়বাবু। বর্ণনা দেন, শরীরে নিম্নাঙ্গে শুধুমাত্র পায়জামা পরিহিত অবস্থায় পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। তাঁর অপরাধ কী সেটাও জানানো হয়নি তাঁকে। তবে পুরুলিয়া পুলিশ তাঁর সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে বলে জানান তিনি। সেইসঙ্গে ধন্যবাদ জানান দলীয় শীর্ষ নেতৃত্ব তথা নেতা-কর্মী, বিজেপি নেতাদেরও। যাঁরা তাঁর পাশে থেকেছেন।
এরপরই তিনি ক্ষোভ উগরে বলেন, ‘বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। ‘পিসি-ভাইপো’ই সব করাচ্ছে বলে তোপ দাগেন কংগ্রেস নেতা। এদিন শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। তাঁকে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে করতে হবে। তাঁর জামিনে মুক্তি পাওয়ার খবরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘অবশেষে সত্যের জয় হল। সন্ময়ের উপরে যেভাবে পুলিশি ও তৃণমূলী অত্যাচার চালানো হয়েছে তা ন্যক্কারজনক। দোষীদের বিরুদ্ধে আইনের পথে লড়বে দল।’
আর কী বললেন কংগ্রেস নেতা, দেখুন ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.