Advertisement
Advertisement
Panchayat Vote

জেলে বসেই ভোটে জয়, জামিন পেতেই ফুল দিয়ে মুর্শিদাবাদের কংগ্রেস নেতাকে স্বাগত জানালেন কর্মীরা

এলাকায় ফিরে কী বললেন কংগ্রেস নেতা?

Congress leader of Murshidabad Anarul Hauk Biplab got bail | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2023 7:21 pm
  • Updated:July 15, 2023 7:21 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: জেলে বসেই খবর পেয়েছিলেন জয়ের। এবার জামিন পেয়ে এলাকায় ফিরলেন সামশেরগঞ্জ ব্লকের ৪ নম্বর জেলাপরিষদের কংগ্রেস সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব। ফুল দিয়ে তাঁকে স্বাগত জানালেন দলের কর্মীরা।

নির্বাচনের দিন অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবকে। আটদিন হাজতবাসের থাকার পর তিনি জামিন পেলেন। এদিন জঙ্গিপুর সংশোধনগারের বাইরে কয়েকশো কংগ্রেস কর্মী ফুলের মালা পরিয়ে আনারুল হক বিপ্লবকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা পারভেজ আলম পুতুল ও তিনপাকুড়িয়া পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য মহরম শেখ।

Advertisement

[আরও পড়ুন: অব্যাহত জট, শুনানি পিছিয়ে যাওয়ায় বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি বিবাদের নিষ্পত্তি হল না]

ছাড়া পেয়ে কংগ্রেসের জেলাপরিষদের নির্বাচিত সদস্য আনারুল হক বিপ্লব বলেন, ” নির্বাচনের দিন পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস আমাকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করায়। যাতে আমাকে হারাতে পারে। ৪ নম্বর জেলাপরিষদের বুথ গুলি দখল করে আমাকে হারাতে পারে। সেটাই করেছে তৃণমূল। তিনটি বুথ দখল করে ছাপ্পা ভোট করেছে। তাও মানুষের আর্শীবাদ নিয়ে আমি ৪ জেলাপরিষদ আসন থেকে তৃতীয় বারের জন্য জয়ী হয়েছি। আমি আনার এলাকার মানুষকে ধন্যবাদ জানাব।”

[আরও পড়ুন: ‘দোষ প্রমাণ হলে জেলে পাঠানো উচিত’, বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ অনুপমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement