Advertisement
Advertisement

বীরভূমে বিজেপির প্রাক্তন প্রার্থী খুনে ধৃত কংগ্রেস নেতা, গ্রেপ্তারির পিছনে তৃণমূল?

দলে ভাঙন রুখতে রুখে দাঁড়িয়েছিলেন ধৃত কংগ্রেস নেতা।

Congress leader arrested in connection with BJP worker murder in Birbhum | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 17, 2023 3:10 pm
  • Updated:July 17, 2023 3:26 pm

নন্দন দত্ত, সিউড়ি: বিজেপির প্রার্থী খুনে গ্রেপ্তার বীরভূমের (Birbhum) কংগ্রেস নেতা। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই গ্রেপ্তারির পিছনে তৃণমূলের (TMC) হাত দেখছে কংগ্রেস। যদিও সে কথা মানতে নারাজ রাজ্যের শাসকদল।

নলহাটি থানা এলাকার নলহাটি এলাকার কংগ্রেসের শহর সভাপতি রাজেশ শেখ ওরফে নুরুল মোর্তাজা গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে লোকসভায় বিজেপির প্রাক্তন প্রার্থী মদনলাল চৌধুরীকে খুনের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে পেশায় চিকিৎসক ওই বিজেপি প্রার্থীর দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। এই খুনে সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারির কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। আর এই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বীরভূমে।

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদের দাবি, শনিবার বড়লা গ্রামের দু’জন বিজয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেন। ফলে কুশমোড়-১ গ্রাম পঞ্চায়েতের বোর্ডটি তৃণমূলের দখলে চলে যায়। এই দলবদল আটকাতে উদ্যোগী হয়েছিলেন রাজেশবাবু। দলত্যাগীদের কংগ্রেসে ফেরানোর পরিকল্পনা করেছিলেন। আজ সকালেই তাঁদের ফিরিয়ে আনবেন বলে কথা দিয়েছিলেব। তাই তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় দাবি,”আইন আইনের পথে চলবে। পুলিশ নিশ্চয়ই কিছু পেয়েছে তাই গ্রেপ্তার করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”

[আরও পড়ুন: ভোটে জিতেই প্রতিশ্রুতি রক্ষা, বৃদ্ধার ঘরে আলো জ্বালাল সিপিএম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement