Advertisement
Advertisement

লোকসভা উপনির্বাচনেই কি ভাঙছে সিপিএম-কংগ্রেস জোট?

আলাদাভাবেই মিটিং-মিছিল করছে কংগ্রেস ও সিপিএম৷

Congress-CPI(M) alliance might end before By-election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 1:58 pm
  • Updated:September 30, 2016 1:58 pm  

স্টাফ রিপোর্টার: লোকসভার উপনির্বাচনেই সম্ভবত ভাঙছে কংগ্রেস-সিপিএমের মধুর সম্পর্ক৷ একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ দু’দলের নেতারা কেউই জোর গলায় বলতে পারছেন না সম্পর্ক থাকবে কি না৷

বিধানসভা নির্বাচনের আগে জোটের যে ছবিটা দেখা গিয়েছিল, ভোট মিটতেই সেই ছবি ম্লান হয়ে যায়৷ এমনকি কংগ্রেসের অন্দরেও এই জোটকে কেন্দ্র করে জলঘোলা হয়েছে প্রচুর৷ ইতিমধ্যেই কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মানস ভুইঁয়া ও অন্যান্য কংগ্রেস নেতারা৷ এই সব ঘটনাকে কেন্দ্র করেই ফাটল ধরেছে কংগ্রেস-সিপিএমের সম্পর্কে৷

Advertisement

বিধানসভা ভোটের আগে যেভাবে যৌথ কর্মসূচি করেছিল সিপিএম ও কংগ্রেস তা  এখন আর দেখা যাচ্ছে না৷ আলাদাভাবেই মিটিং-মিছিল করছে কংগ্রেস ও সিপিএম৷ এই অবস্থায়ে লোকসভার উপনির্বাচনে জোট বেঁধে লড়াই করা হচ্ছে না বলেই খবর৷ কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ সেখানে কংগ্রেস-সিপিএম আলাদাভাবেই প্রার্থী দিতে পারে বলে জানা গিয়েছে৷ কংগ্রেস জোট বেঁধে লড়তে রাজি থাকলেও, সিপিএম নেতারা কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন না৷

বিরোধী দলনেতা আবদুল মান্নান অবশ্য জানিয়েছেন, তাঁরা একসঙ্গে জোট বেঁধে লড়াই করতে চান৷ লোকসভার উপনির্বাচনেও যাতে জোটে হাইকমান্ড সিলমোহর দেয়, সেটা দিল্লির কাছে আবেদন করেছেন তাঁরা৷ কিন্তু সিপিএম না চাইলে কী করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement