Advertisement
Advertisement

ফের কং কাউন্সিলরের যোগ, তৃণমূল ১২০

শগুফতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে ও তাঁর নির্দেশে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কাজ চলছে, তাতে শামিল হতে চেয়েছি৷ নিজের ওয়ার্ডকেও আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷”

Congress councillor Shagufta Parveen joins Trinamool Congress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 9:49 am
  • Updated:June 7, 2016 9:49 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৷ সোমবারই ৪৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী শগুফতা পারভিন তৃণমূলে যোগদান করেন৷ পুরসভার কেন্দ্রীয় ভবনে এসে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন৷ শগুফতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে ও তাঁর নির্দেশে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কাজ চলছে, তাতে শামিল হতে চেয়েছি৷ নিজের ওয়ার্ডকেও আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷”
মেয়র বলেন, “দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ করে যেতে হবে৷ শগুফতা যোগ দেওয়ায় পুরসভায় তৃণমূলের কাউন্সিলর হলেন ১২০ জন৷” উল্লেখ্য, কংগ্রেস ও বামেদের এমনকী বিজেপি কাউন্সিলরও সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন৷ নয়া অদলবদলে কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা নেমে এল তিনে৷ কংগ্রেসের এক, বিজেপিরও দু’জন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন৷ ২০১৫ সালে নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিনেই তিন নির্দল যোগ দেন৷
এদিন শগুফতার সঙ্গে এসেছিলেন জোড়াসাঁকোর বিধায়ক ও বরো চেয়ারপার্সন স্মিতা বক্সি, অপরাজিতা দাশগুপ্ত৷ স্মিতা জানান, বেশ কয়েকদিন ধরেই শগুফতা তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন৷ উল্লেখ্য, বিধানসভার ভোটে ৪৩ নম্বর ওয়ার্ড থেকেও ভাল লিড পেয়েছেন স্মিতা বক্সি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement