ফাইল ছবি
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জোট নিয়ে চর্চার মাঝেই আরও তিন আসনে প্রার্থী দিল কংগ্রেস। ঘাটাল আসনে লড়বেন বিজেপিত্যাগী ডঃ পাপিয়া চক্রবর্তী। বনগাঁ আসনের প্রার্থী মতুয়া সম্প্রদায়ের প্রদীপ বিশ্বাস। উলুবেড়িয়ায় যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিকের উপরই ভরসা রেখেছে দল। একই সঙ্গে ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে কংগ্রেস। তবে বরানগর আসনটি হাত শিবির ছেড়েছে বামেদের জন্য।
আজহার মল্লিক (উলুবেড়িয়া): উলুবেড়িয়া লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী আজহার মল্লিক। তাঁর আদি বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ। তবে বর্তমানে বালির বাসিন্দা তিনি। পেশায় আমদানি-রপ্তানির ব্যবসায়ী। দীর্ঘদিনের কংগ্রেস কর্মী তিনি। বর্তমানে যুব কংগ্রেসের সভাপতি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই আজহার জানান, তিনি উলুবেড়িয়ার মানুষের কথা তুলে ধরবেন পার্লামেন্টে। তাঁর মুখে শোনা গেল আনিস মৃত্যু প্রসঙ্গও।
প্রদীপ বিশ্বাস (বনগাঁ): লক্ষ্য মতুয়া ভোট। বনগাঁ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী মতুয়া সম্প্রদায়ের প্রদীপ বিশ্বাস। তিনি ১৯৮৪ সাল থেকে হাত শিবিরের অংশ। ১৯৯৩ সালে বয়রা পঞ্চায়েতের সদস্য ছিলেন। পেশায় একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। দলের হয়ে লোকসভার টিকিট পেয়ে খুশি প্রদীপবাবু। প্রসঙ্গত, প্রদীপবাবুর ভাইয়ের স্ত্রী তৃণমূল করেন, তিনি পঞ্চায়েতের সদস্য।
ডঃ পাপিয়া চক্রবর্তী (ঘাটাল): খড়গপুর আইআইটির সঙ্গে যুক্ত ডঃ পাপিয়া চক্রবর্তী। একটা সময়ে বিজেপি করতেন তিনি। পরবর্তীতে দল ছেড়ে আসেন কংগ্রেসে। এবার বিজেপি ছেড়ে আসা পাপিয়া চক্রবর্তীই ভরসা কংগ্রেসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.