Advertisement
Advertisement
Congress

বামেদের বরাদ্দ আসনেও প্রার্থী, নয়া তালিকা প্রকাশ করে জোট ভাঙার বার্তা কংগ্রেসের

শিখা মিত্রকে প্রার্থী হতে রাজি করাতে ব্যর্থ হয় বিধানভবন।

Congress announces 39 more candidate list for WB Assembly Election 2021 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 21, 2021 9:04 am
  • Updated:March 23, 2021 5:28 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: দীর্ঘ বৈঠকের পর শনিবার রাতে আরও ৩৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস (Congress)। প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই জোট ভেঙে দেওয়ার বার্তা দিয়ে দিল কংগ্রেস হাই কমান্ড।

একদিকে বামেদের বরাদ্দ বেশ কয়েকটি আসনে যেমন প্রার্থী দেওয়া হয়েছে, তেমনই আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে (ISF) কংগ্রেস কোনও আসনই যে ছাড়বে না, সেই ইঙ্গিতই রয়েছে প্রার্থী তালিকায়। যেমন বামেদের ঝুলিতে থাকা সামশেরগঞ্জ, শান্তিপুর-সহ বেশ কয়েকটি আসনে প্রার্থী দিল কংগ্রেস। আবার উত্তরবঙ্গ-সহ মুর্শিদাবাদের একটি আসনও ভাইজানের নতুন দল আইএসএফের জন্য একটিও আসন ছাড়া হয়নি। এদিকে, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র (Sikha Mitra) কংগ্রেসের হয়ে ভোট ময়দানে নামবেন কি না, সেদিকে নজর ছিল গোটা রাজ্যের। কিন্তু তাঁকে ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে রাজি করাতে ব্যর্থ হয় বিধানভবন। জোড়াসাঁকো আসনে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তা খারিজ করে দেন শিখা মিত্র। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল, চৌরঙ্গির প্রার্থী হিসেবে শিখা মিত্রর নাম ঘোষণা হয়। কিন্তু তাঁর ছেলে রোহন সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি ভোটে লড়বেন না। এমনকী, তিনি বিজেপিতে যোগও দেননি। এবার কংগ্রেসের হয়েও দাঁড়াতে রাজি হলেন না সোমেনপত্নী।

Advertisement

[আরও পড়ুন: প্রার্থী নিয়ে ক্ষোভ, বর্ধমানের ৯ টি আসনে নির্দল হয়ে লড়বে ‘আদি’ বিজেপি!]

একনজরে দেখে নিন ৩৯টি কেন্দ্রে কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকা।

নাগরাকাটা: সুখবীর সুব্বা
কালিম্পং: দিলীপ প্রধান
ইসলামপুর: সাদিকুল ইসলাম
গোয়ালপোখর: মাসুদ নাসিম এহসান
কালিয়াগঞ্জ: প্রভাস সরকার
কুমারগঞ্জ: নার্গিস বানু চৌধুরি
রতুয়া: নাজেমা খাতুন
মোথাবাড়ি: মহম্মদ দুলাল শেখ
বৈষ্ণবনগর: আজিজুল হক
সামশেরগঞ্জ: মহম্মদ রিয়াজুল হক (মন্টু)
রঘুনাথগঞ্জ: আবদুল কাশেম বিশ্বাস
সাগরদিঘি: শেখ হাসানুজ্জামান (বাপ্পা)
মুর্শিদাবাদ: নিয়াজুদ্দিন শেখ
খড়গ্রাম: বিপদতারণ বাগদি
রেজিনগর: কাফিরুদ্দিন শেখ
হরিহরপাড়া: মীর আলমগির (পলাশ)
নওদা: মোশারফ হোসেন মণ্ডল (মধু)
কালিগঞ্জ: আবদুল কাসেম
কৃষ্ণনগর উত্তর: সিলভিয়া সাহা
শান্তিপুর: ঋজু ঘোষাল
রানাঘাট উত্তর-পশ্চিম: বিজয়েন্দু বিশ্বাস
বাগদা: প্রবীর কীর্তনীয়া
বাদুড়িয়া: ড. আবদুস সাত্তার
ভাটপাড়া: ধর্মেন্দ্র সাউ
নোয়াপাড়া: শুভঙ্কর সরকার
পানিহাটি: তাপস মজুমদার
বরানগর: অমলকুমার মুখোপাধ‌্যায়
বসিরহাট দক্ষিণ: অমিত মজুমদার
কলকাতা বন্দর: মহম্মদ মুখতার
ভবানীপুর: মহম্মদ সাদাব খান
রাসবিহারী: আশুতোষ চট্টোপাধ‌্যায়
চৌরঙ্গি: সন্তোষকুমার পাঠক
জোড়াসাঁকো: আজমল খান
পূর্বস্থলী দক্ষিণ: অভিজিৎ ভট্টাচার্য
দুর্গাপুর পশ্চিম: দেবেশ চক্রবর্তী
কুলটি: চণ্ডীদাস চট্টোপাধ‌্যায়
বারাবনি: রণেন্দ্রনাথ বাগচি
সিউড়ি: চঞ্চল চট্টোপাধ‌্যায়
মুরারই: মহম্মদ আসিফ ইকবাল

[আরও পড়ুন: ‘যাঁদের মমতার সঙ্গে দেখা যেত তাঁরাই আজ মোদির পাশে’, রাজ্যে এসে কটাক্ষ কানহাইয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement