Advertisement
Advertisement

কলেজে ভরতিতে টাকা নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুরে

অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র।

Complaints of taking money to take admission in a college of Durgapur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2018 2:03 pm
  • Updated:July 17, 2018 2:03 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এবার দুর্গাপুরে টাকা নিয়ে কলেজে পড়ুয়া ভরতির অভিযোগ উঠল৷ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজে৷ এসএফআইয়ের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷

কলেজ সূত্রে জানা গিয়েছে, বেনাচিতির বাসিন্দা বিনয় লোহানি এই কলেজে বিএ কোর্সে ভরতির জন্যে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রমজান খানের সঙ্গে যোগাযোগ করেন৷ উচ্চমাধ্যমিকে কম নম্বর থাকায় বিনয় গত ৩ জুলাই ফোনে যোগাযোগ করে রমজানের সঙ্গে৷ অভিযোগ, রমজান তাকে হোয়াটসঅ্যাপে ভরতির জন্যে সোমবার সাত হাজার টাকা আনতে বলে৷ সেই মতো এদিন বিনয় সাত হাজার টাকা নিয়ে কলেজে আসে৷ ইতিমধ্যে খবর যায় সংবাদমাধ্যমের কাছেও৷ টাকার নম্বর লিখে রাখা হয়৷ বিনয় টাকা নিয়ে আসার কথা রমজানকে ফোনে জানালে একটি নির্দিষ্ট জায়গায় তাকে দাঁড়াতে বলে রমজান৷ এরপর রমজানের হয়ে কলেজেরই এক ছাত্র প্রভাকর ঠাকুর সেই টাকা নিয়ে যায়৷ টাকা পৌঁছেও যায় রমজানের কাছে৷

Advertisement

‘আমি মমতার সৈনিক’, গোঁসা ছেড়ে একুশের মঞ্চে ডাকের অপেক্ষায় তাপসীর বাবা ]

রমজানকে সংবাদমাধ্যম ধরতেই অভিযোগ অস্বীকার করার বাহানা খুঁজতে থাকে সে৷ অভিযুক্ত রমজান খান জানান, “প্রভাকর ঠাকুর ওর এক বন্ধুকে দেওয়ার জন্যেই এই টাকা তার কাছে রাখতে দিয়েছে৷” রমজানের করা বিনয়ের ফোনে হোয়াটসআ্যাপ মেসেজ দেখাতেই এবার সে ঘাবড়ে যায়৷ তাঁর দাবি, “তাঁকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে৷” এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয় কলেজে৷ অভিযোগ, খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের। কলেজে অর্থের বিনিময়ে ভরতি করা হচ্ছে ছাত্র সংসদের সৌজন্যে এই অভিযোগে সোমবার সারাদিন উত্তপ্ত থাকে কলেজ চত্বর৷

শক্তিগড়ের ল্যাংচা ব্যবসাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে উদ্যোগ প্রশাসনের ]

মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ গোলাম রসুল হেলালুদ্দিন জানান, “এখন ভরতি প্রক্রিয়া পুরোটাই অনলাইনে৷ ভরতির টাকাও ব্যাঙ্কে জমা দিতে হয়৷ কলেজের বাইরে কি হচ্ছে তা আমাদের জানার কথা নয়৷ এখনও আমার কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। এই ঘটনায় কলেজের কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মচারি জড়িত নয়।” ভরতি প্রক্রিয়াতে এই কলেজের ছাত্র সংসদের নেতাদে ‘ঘুষ’ দিতে হচ্ছে এনিয়ে দুর্গাপুরের মহকুমাশাসককে লিখিত অভিযোগও দায়ের করে এসএফআই৷ মহকুমাশাসক শ্রীকান্ত পাল্লি জানান, “আমি অভিযোগ খতিয়ে দেখছি৷”

ছবি: উদয়ন গুহরায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement