Advertisement
Advertisement
Indian Army

মুছে ফেলা সহজ নয় মুক্তিযুদ্ধের ইতিহাস, হিলিতে ৪৬৮ ভারতীয় সেনার শহিদ স্মরণ

রক্তপাতের হৃদয়বিদারক ঘটনার স্মৃতি এখনও হিলির বাসিন্দাদের বুকে জমে রয়েছে।

Commemoration of Indian soldiers in Hili
Published by: Suhrid Das
  • Posted:December 12, 2024 7:52 pm
  • Updated:December 12, 2024 7:52 pm  

রাজা দাস, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহিদ দিবস পালন হল। ভারতীয় সেনা ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের তরফ থেকে এই শহিদ দিবস পালন করা হল বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন সেই বাংলাদেশই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চাইছে। ‘জয় বাংলা’ আপাতত বাংলাদেশে আর জাতীয় স্লোগান নয়। বঙ্গবন্ধু মুজিবর রহমানের সব কিছুই মুছে ফেলা হচ্ছে। সেই আবহেও এপারের সীমান্তে পালিত হল শহিদ দিবস।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হন বহু ভারতীয় সেনার। দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকাও রক্তাক্ত হয়েছিল ভারতীয় সেনাদের রক্তে। তারিখটা ছিল ১৯৭১ সালের ১২ ডিসেম্বর। পাকিস্তানের সেনাদের অতর্কিত হামলায় প্রাণ গিয়েছিল ৪৬৮ সেনার। তাঁদের স্মরণ করে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

পূর্ব পাকিস্তানে সেই সময় স্বাধীনতার লড়াই চলছে। মুক্তিযুদ্ধে সেই সময় ভারতীয় সেনা পাঠিয়েছিলেন তথকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পশ্চিমবঙ্গের সীমান্তেও ভারতীয় সেনার সঙ্গে পাক সেনার মরণপণ যুদ্ধ চলে। হিলি সীমান্তে সেই সময় ভারতীয় সেনারা উপস্থিত ছিলেন। ১২ ডিসেম্বর রাতে পাক সেনা হামলা চালিয়েছিল। ৪৬৮ সেনা শহিদ হন সেই ঘটনায়। ভারতীয় সেনাবাহিনীর শহিদ ৪৬৮ সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে। সেখানেই শহিদ সেনাদের স্মৃতিতে বেদি তৈরি হয়। শহিদ সেনাদের নামে তৈরি হয় স্মৃতিফলকও।

মুক্তিযুদ্ধে পাক সেনাদের পিছু হটিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন হয়েছিল বাংলাদেশ। কিন্তু রক্তপাতের হৃদয়বিদারক ঘটনার স্মৃতি এখনও হিলির ওই এলাকার বাসিন্দাদের বুকে জমে রয়েছে। প্রতি বছরের মতো এবারও ওই মাঠে শ্রদ্ধা অনুষ্ঠান পালিত হল। নতুন করে বাংলাদেশ উত্তপ্ত। হাসিনা সরকারের পালাবদল হয়েছে। অন্তর্বর্তী বাংলাদেশ সরকারে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে। মৌলবাদ উসকে যাচ্ছে প্রতিদিন। ভারতের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যও উঠে আসছে। রোজ উসকে যাচ্ছে অনুপ্রবেশ আতঙ্ক। এপারের সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক কাজ করছে। সেই আবহেই হিলি ফুটবল মাঠে শহিদদের স্মরণ করা হয়।

এদিন সেনাবাহিনীর ২০২ ব্যাটেলিয়ানের জওয়ানরা উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের সদস্যরাও ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, ২০২ মাউন্টেন ব্যাটেলিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement