Advertisement
Advertisement

Breaking News

Drown

মর্মান্তিক! শিবের মাথায় জল ঢালা হল না, অজয় নদে স্নান করতে নেমেই তলিয়ে মৃত্যু ছাত্রের

বর্ষার জলে টইটম্বুর অজয় নদের চোরাস্রোতেই বিপদ।

College student drowned to death in Ajay river before shiv puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2023 10:44 am
  • Updated:July 24, 2023 10:47 am  

শেখর চন্দ্র, আসানসোল: শ্রাবণ মাসের প্রথম সোমবার। নদীতে স্নান সেরে পবিত্র হয়ে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা ছিল। কিন্তু তা বাস্তবায়িত হওয়ার আগেই মর্মান্তিক পরিণতি আসানসোলের (Asansol) ছাত্রের। জামুরিয়ায় অজয় নদে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল বিএ প্রথম বর্ষের ছাত্রের। স্থানীয়রা উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই ছাত্রের। স্থানীয় বাসিন্দা যদুপতি পাল, কৃষ্ণচন্দ্র মুহুরিরা জানান, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে যান এলাকার অনেকেই। তাঁরা সকলে অজয় নদের (Ajay River)সিদ্ধপুর বাগডিহা নদীর ঘাটে বহু মানুষ স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবলিঙ্গের (Shiv Puja) মাথায় ঢালেন।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ বাবার মারধরের জের, কন্যার পর এবার প্রাণ গেল পুত্রসন্তানেরও]

এদিন কলেজছাত্র কাজু ঘোষ এবং তাঁর কয়েকজন বন্ধু সকাল ৬ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যান। বর্ষার (Rainy Season) সময় অজয় নদ এখন জলে টইটম্বুর। সেই সময় স্নান করতে নেমে কোনওভাবে নদীতে তলিয়ে যান কাজু ঘোষ। স্থানীয়রা তা দেখে সঙ্গে সঙ্গে মাছ ধরার জাল নিয়ে কাজুকে উদ্ধার করেন। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে ডাক্তার মৃত ঘোষণা করে। তাঁর বন্ধুরা সকলে সুস্থ রয়েছে। একসঙ্গে স্নান করতে নেমে বন্ধুকে এভাবে হারিয়ে তাঁরা মর্মাহত। প্রশ্ন উঠছে, কাজু কি সাঁতার জানত না বলে এভাবে তলিয়ে গেল? শোকাহত কাজুর পরিবার। পাড়ার ছেলের এই পরিণতিতে এলাকাবাসীও বিষণ্ণ।

[আরও পড়ুন: রান্নাঘরের চালে আটকে পড়ল বিশাল গোসাপ! আতঙ্কে রান্না বন্ধ গেরস্থ বাড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement