Advertisement
Advertisement
North Bengal University

ছাত্রীর ‘যৌন হেনস্তা’, কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান

কমিটি গঠন করে শুরু তদন্ত।

College student allegedly molested by North Bengal University's professor । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 11, 2023 9:20 am
  • Updated:October 11, 2023 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রীর যৌন হেনস্তা। কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের ছাত্রীর। কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান।

ছাত্রীর অভিযোগ, বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভাণ্ডারি তাঁকে প্রায় তিন বছর ধরে উত্যক্ত করেন। একাধিকবার তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন বলেই অভিযোগ। নিগৃহীতার দাবি, বারবার বাধা দেওয়া সত্ত্বেও লাভ হয়নি কিছুই। বিষয়টি জানাজানি হলে ফল ভালো হবে না, অধ্যাপক এমন হুমকি দেন বলেও অভিযোগ ছাত্রীর।

Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]

পড়াশুনোর ক্ষতির ভয়ে প্রথমে নীরব ছিলেন শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী। তবে যতদিন যাচ্ছিল ক্রমশ হেনস্তার মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। লিখিতভাবে অভিযোগ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি বিভাগীয় প্রধান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। এরপর আমরা নিয়ম মেনে ঘটনার তদন্ত শুরু করেছি। কেউ দোষী হলে ছাড়া পাবে না।”

[আরও পড়ুন: ‘গভীর উদ্বেগের’, রাষ্ট্রসংঘে ইজরায়েলকে কটাক্ষ করে নিন্দায় মুখর পাকিস্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement