দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিয়ের প্রস্তাব দিয়েছিল পাড়ার যুবক। কিন্তু তাতে সাফ না বলে দিয়েছিলেন কলেজছাত্রী। আর এই প্রত্যাখ্যানের চরম ‘শাস্তি’ পেতে হল তাঁকে। অভিযোগ, পরীক্ষা শেষের পর কলেজ থেকে বেরতেই তিন যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। দেওয়া হয় অ্যাসিড হামলার হুমকিও। সোমবার দিনভর এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর থানার এলাকার বেদবেরিয়া অঞ্চলে। মারের চোটে কাবু ছাত্রীকে রাতে বাড়ির সামনে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। দুঃসাহসিক ঘটনায় পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্তে নামলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। বারুইপুর হাসপাতালে রাতেই চিকিৎসা হয় প্রহৃত ছাত্রীর।
জানা গিয়েছে, বেদবেরিয়ার বাসিন্দা ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গত বহুদিন ধরে উত্যক্ত করত শাশ্বত বৈদ্য নামে পাড়ার এক যুবক। বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তার প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দেন ছাত্রী। তাতেই খেপে উঠেছিলেনন যুবক। সোমবার চম্পাহাটির সুশীল কর কলেজে ছাত্রীর পরীক্ষার সিট পড়েছিল। অভিযোগ, তিনি পরীক্ষা দিয়ে বেরনোর পরই রামকৃষ্ণ পল্লি এলাকার তিন যুবক তাঁকে স্কুটিতে করে তুলে নিয়ে চলে যায়। এরপর গৌরদহ এলাকায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেইসঙ্গে তাঁকে অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়। সন্ধ্যা নাগাদ ফের তাঁকে ওই তিন যুবক বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে মেয়েকে। মারধরে জখম তরুণীকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্রী ও তাঁর পরিবার। যুবতীর অভিযোগ, কলেজে পরবর্তী পরীক্ষা দিতে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই হুমকি দিত যুবতীকে। এমনকী তাঁকে রাস্তায় উত্যক্তও করত। এদিনও কলেজে যাওয়ার সময় যুবতীর ফলো করেছিল সে। তারপর এই ঘটনা। ছাত্রীর মায়ের প্রশ্ন, ”মেয়ে তাহলে কি কলেজে যেতে পারবে না? রাস্তায় বেরোতে পারবে না? আমরা কোথায় যাব?” যদিও প্রতিবেশীদের দাবি, শাশ্বতর সঙ্গে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের প্রস্তাব দেওয়া ঘিরে দুজনের মধ্যে ঝামেলা হয়। যুবতী বিয়ের প্রস্তাব খারিজ করলে পালটা শাশ্বত এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.