Advertisement
Advertisement

Breaking News

University OF Gour Banga

ছাত্রীকে ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তারক্তি

প্রণয়ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ।

College student allegedly attacked in University OF Gour Banga
Published by: Sayani Sen
  • Posted:July 25, 2024 2:42 pm
  • Updated:July 25, 2024 3:51 pm  

বাবুল হক, মালদহ: ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবক। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রক্তারক্তি। তাঁরা দুজনেই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রণয়ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।

তরুণী স্নাতকোত্তরের অঙ্কের ছাত্রী। তিনি অসমের বাসিন্দা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হওয়ায় আশেপাশেই থাকেন। হামলাকারী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিংয়ের দরজার কাছে দাঁড়িয়েছিলেন তরুণী। অভিযোগ, আচমকাই যুবক ওই তরুণীর উপর ছুরি হাতে হামলা চালায়। লুটিয়ে পড়েন তরুণী। আত্মহত্যার চেষ্টা করেন হামলাকারীও। বিশ্ববিদ্যালয়ের করিডরে রক্তারক্তি কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত প্রায় সকলেই।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় বউয়ের খরচ চালাতে হবে প্রথম স্ত্রীকেই! প্রতিবাদ করতেই বেধড়ক মারধর যুবকের]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিমের সদস্য সুমিতা সরকার। তিনি প্রাথমিক শুশ্রূষার চেষ্টা করেন। পরে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে দুজনের। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুততুণ্ড জানান, “খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখলাম রক্তাক্ত কাণ্ড ঘটেছে। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় চত্বরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: ‘অতীত ভুলতে হবে…’, যিশুকে আনফলো করলেন মেয়ে সারা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub