ফাইল ছবি
নিরুফা খাতুন: সরস্বতী পুজোর আগেই বঙ্গে উধাও শীত। সাধারণত ২৬ জানুয়ারি রাজ্যজুড়ে শীতের আমেজ থাকে। কিন্তু এবার আর তার আশা নেই। জানুয়ারি মাসে দক্ষিণবঙ্গে ফিরছে না ঠান্ডা। এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
শুধু কলকাতাই নয়, সংলগ্ন জেলাগুলিতেও কার্যত গা ঢাকা দিয়েছে শীত। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিনও স্বাভাবিকের অনেকটা উপরে থাকবে তাপমাত্রা। আবহবিদরা জানাচ্ছেন, আগামী চার-পাঁচ দিন একইরকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন শীত অনুভূত হবে না।
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টা একইরকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে খবর। আগামী কয়েকদি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রার পারদও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষদিকে পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং, কালিম্পংয়ের মতো এলাকায় ও সিকিমে হালকা বৃষ্টি হতেও পারে।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে চলছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোতে থাকবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ২৭ জানুয়ারি, শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.