Advertisement
Advertisement

শীতের থাবায় কাঁপছে বাংলা

মরশুমের শীতলতম দিন কলকাতায়৷

Cold wave sweeps Bengal, coldest day in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 5:31 pm
  • Updated:January 14, 2017 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মকরে কামড় বসাল শীত৷ শনিবার মরশুমের শীতলতম দিন৷ পৌষের শেষের দিনে শীতের দাপটে জবুথুবু গোটা রাজ্য৷ এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১১.৯ ডিগ্রিতে৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গোটা রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শীত৷ দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নিচে৷ শৈত্যপ্রবাহ চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে৷ পাল্লা দিয়ে কমেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ রাতের দিকে তাপমাত্র আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

gangasagar_web

Advertisement

শীত উপেক্ষা করেই শনিবার সকাল থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু হয়েছে৷ প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগরে লাখো পুণ্যার্থীর ঢল৷ রীতিমতো জমে উঠেছে মেলা চত্বর৷ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম৷ রাজ্য সরকারের তরফে সব রকম নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷ শুধুমাত্র পৌষের শেষ দিনই নয়৷ আগামী কয়েক দিনও চলবে শীতের দাপট৷ কাশ্মীর, শিমলা, কুলু, মানালি-সহ গোটা উত্তর ভারত পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে৷ সেই বরফ ছুঁয়ে  উত্তুরে বাতাস ঢুকছে রাজ্যে৷ যার জেরেই ক্রমশ বাড়ছে শীতের দাপট৷ আগামী ৪৮ ঘণ্টায় শীতের দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

gangasagar-2_web

চলতি মরশুমে দক্ষিণবঙ্গের শীতভাগ্য বারবার হোঁচট খেয়েছে৷ কখনও পশ্চিমি ঝঞ্ঝা, নয়তো ঘূর্ণাবর্ত৷ বারবারই হোঁচট খেয়েছে শীত৷ তবুও দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছে উত্তুরে হাওয়া৷ এবার পশ্চিমি ঝঞ্ঝার কৃপায় শক্তিসঞ্চয় করে জোরালো হয়েছে সে৷ তাই শীত বাড়ছে লাফিয়ে৷ এদিন কলকাতার সর্বনিম্ন্ তাপমাত্রা ১১.৯ ডিগ্রি৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ কলকাতার পার্শ্ববর্তী দমদমের সর্বনিম্ন্ তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস৷স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ ডায়মন্ডহারবারে পারদ ছুঁয়েছে ১১.৬ ডিগ্রিতে৷ শীতে কাপছে শ্রীনিকেতন৷ এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন্ তাপমাত্রা ৭.৫ ডিগ্রি৷ কৃষ্ণনগরের সর্বনিম্ন্ তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস৷ বর্ধমানেও শীতের দাপট তুঙ্গে৷ সর্বনিম্ন্ তাপমাত্রা নেমেছে ১১.৫ ডিগ্রিতে৷ বাঁকুড়াতে চলছে শৈত্যপ্রবাহ৷ সর্বনিম্ন্ তাপমাত্রা ৯.২ ডিগ্রি৷ শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গও৷ দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে৷ বাগডোগরার সর্বনিম্ন্ তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ কোচবিহারের তাপমাত্রা কমেছে অনেকটাই৷ কোচবিহারের সর্বনিম্ন্ তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ জলপাইগুড়িতে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে৷ মালদহের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement