সংগ্রাম সিংহরায়: কোচবিহারে আক্রান্ত তৃণমূল প্রার্থী। বাড়িতে চড়াও হয়ে শাসকদলের ওই মহিলাকে প্রার্থীকে বিজেপি কর্মী-সমর্থকরা খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী কৃষ্ণা সরকার বিশ্বাসের দাবি, তাঁর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলেছে। পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্বামী। অভিযুক্তরা অধরা।
[পঞ্চায়েতেও ‘দ্য নেমসেক’! একই নামের দুই দলের প্রার্থীকে নিয়ে গেরোয় গ্রামবাসীরা]
পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা, তখন উলটো ছবি কোচবিহারে। ২ নম্বর ব্লকের ডাংডিংগুড়িতে হুমকির মুখে পড়লেন শাসকদলের এক মহিলা প্রার্থী। ডাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের প্রার্থী কৃষ্ণা সরকার বিশ্বাস। মহিলা প্রার্থীর অভিযোগ, শনিবার রাতে পঞ্চায়েত সমিতিতে দলীয় প্রার্থী প্রকাশ সরকারের নেতৃত্বে তাঁর বাড়িতে চড়াও হন বিজেপি কর্মী সমর্থকরা। প্রত্যকের হাতে ছিল বন্দুক ও বোমা। কৃষ্ণাদেবীকে মাথায় বন্দুক ঠেকিয়ে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়। বাড়ি লক্ষ্য করে গুলিও চলে। তৃণমূল প্রার্থীর পারিবারিক সম্পত্তিতে চলে ভাঙচুর। একটি দোকানঘর ভেঙে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। শাসকদলের মহিলা প্রার্থীর দাবি, বিজেপি কর্মীদের তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেন হামলাকারীরা। শনিবার রাতেই পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থীর স্বামী।
[স্বামীর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার স্ত্রীর, ভাঙা দাম্পত্য জোড়া লাগাল পঞ্চায়েত ভোট]
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত ভোটে কোচবিহার দক্ষিণে কোনও অশান্তি হয়নি। সকলেই মনোনয়ন জমা দিয়েছে। এখন পরিকল্পমাফিক এলাকাকে অশান্ত করতে চাইছে বিজেপি। আমাদের প্রার্থীকে সংযত থাকতে বলেছি। সন্ত্রাস করে উন্নয়নকে রোখা যাবে না।’ যদিও তৃণমূলের মহিলার প্রার্থীকে হুমকি ও বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা সুকুমার রায়। তাঁর দাবি, পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে পৌঁছেছে। প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে শাসকদলের একাংশ।
[রোজ বিকেলে ডিজিটাল দরবার, গ্রামের গল্প ফেসবুক লাইভে শোনাবেন সাংসদরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.