Advertisement
Advertisement

ফেসবুকে কারবাইন হাতে ছবি পোস্ট, আটক তৃণমূলনেত্রীর স্বামী

‘দিনহাটার ডন নম্বর ওয়ান’!

Cochbehar: TMC leader's husband detained for posting Photo on FB
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 1, 2018 11:55 am
  • Updated:October 1, 2018 11:55 am

বিক্রম রায়, কোচবিহার: হাতে কারবাইন। ক্যাপশন, ‘দিনহাটার ডন নম্বর ওয়ান’। মাস খানেক আগে এমনই একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি কোচবিহারের স্থানীয় এক তৃণমূলনেত্রীর স্বামীর। রবিবার রাতে তাঁকে দিনহাটা থানার পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশকর্তারা।

[ জেলা পরিষদে মিলবে মুখ্যমন্ত্রীর রচনা সম্ভার, ওয়েটিং রুমে ‘মমতা লাইব্রেরি’]

Advertisement

কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতটি শাসকদলের দখলে। পঞ্চায়েতের উপপ্রধান মধমিতা দেবনাথ। তাঁর স্বামী নরেশ দেবনাথ। তিনি সক্রিয় রাজনীতি করেন না। অন্তত তেমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতাদের। কিন্তু, ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন নরেশ। রবিবার রাতে দিনহাটার আটিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মাস খানেক কারবাইন হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তৃণমূলনেত্রীর স্বামী। ছবির ক্যাপশন ছিল, ‘দিনহাটার ডন নম্বর ওয়ান’। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শোরগোল পড়ে যায় কোচবিহারে। পরিস্থিতি বেগতিক বুঝে গা-ঢাকা দেন নরেশ দেবনাথ। তাঁর নাগাল না পেলেও, আগ্নেয়াস্ত্রটি পুলিশ আগেই উদ্ধার করেছিল বলে খবর। অবশেষে অভিযুক্ত নরেশ দেবনাথকে আটক করা হল।

রবিবার রাতে দিনহাটার আটিয়াবাড়ি থেকে নরেশ দেবনাথকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ। যদিও তৃণমূল নেত্রীর স্বামীকে আটক করা নিয়ে মুখ খুলতে নারাজ কোচবিহার জেলার পুলিশকর্তারা। কিন্তু, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন খোদ পঞ্চায়েত উপপ্রধানের স্বামী? নরেশ দেবনাথকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[প্রধানশিক্ষক দুজন! প্রাথমিক বিদ্যালয়ে শিকেয় পঠনপাঠন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement