Advertisement
Advertisement

গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কোনওমতে প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

ভোট-পরবর্তী সন্ত্রাস কোচবিহারে৷

Cochbehar: Criminals allegedly try to kill TMC leader by burning
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 2:19 pm
  • Updated:June 3, 2018 2:19 pm  

বিক্রম রায়, কোচবিহার: রাজ্যের দুই প্রান্তে দুই ছবি৷ জঙ্গলমহলের পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর মৃত্যুতে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন উত্তরবঙ্গের কোচবিহারে আক্রান্ত শাসকদলের নেতা৷ বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে, তৃণমূলের বুথ সভাপতির গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারা চেষ্টা হয় বলে অভিযোগ৷ কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ শাসকদলের ওই নেতা ভরতি কোচবিহারের শহরের একটি নার্সিংহোম৷ তাঁর মুখের একাংশ পুড়ে গিয়েছে৷ ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব৷ অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির৷

[সহকর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, থানার সামনে আত্মহত্যার চেষ্টা অধ্যাপিকার]

Advertisement

এবার পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে শাসকদলেরই জয়জয়কার৷ কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতেও ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেসই৷ মহিষকুচি এলাকায় শাসকদলের বুথ সভাপতি মহিরুদ্দিন মিঞা৷ অভিযোগ, শনিবার রাতে যখন বাইক চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন, তখন শাসকদলের ওই নেতাকে লক্ষ্য করে পেট্রোল ছোড়ে একদল দুষ্কৃতী৷ দাঁড়িয়ে পড়েন মহিরুদ্দিন মিঁঞা৷ দুষ্কৃতীরা তাঁর গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷ অগ্নিদগ্ধ অবস্থায় কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি৷ স্থানীয় তৃণমূল কর্মীরা মহিরুদ্দিনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় ভানুকুমারী স্বাস্থ্যকেন্দ্রে৷ পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহার শহরের একটি নার্সিংহোমে৷ জানা গিয়েছে, শাসকদলের ওই নেতার মুখে একাংশ পুড়িয়ে গিয়েছে৷ বাইকটি ভষ্মীভূত৷ তবে মহিরুদ্দিন মিঞার শারীরিক অবস্থা স্থিতিশীল৷

[চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে]

কিন্তু, কারা জীবন্ত পুড়িয়ে মারা চেষ্টা করল তৃণমূলের বুথ সভাপতিকে? শাসকদলের স্থানীয় নেতাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে সুবিধা করতে না পেরে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ তাঁরাই বুথ সভাপতি মহিরুদ্দিন মিঞাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন৷ যদিও শাসকদলের নেতার উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ তাদের পালটা দাবি, শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই ফলেই এই ঘটনা৷

[খেলতে বেরিয়ে নিখোঁজ দু’বছরের শিশু, জগদ্দলে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement