Advertisement
Advertisement

রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ, আহত ২ বালক

কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্য।

Cochbehar: blast in Dinhata, 2 minor injured

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 2:20 pm
  • Updated:July 22, 2018 2:20 pm  

বিক্রম রায়, কোচবিহার: রাস্তার ধারে পড়ে একটি ব্যাগ। নেহাতই কৌতূহল বশে ব্যাগটি খুলতে গিয়েছিল দুই বালক। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি দু’জনেই। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটার বেতলায়।

[ দার্জিলিংয়ে স্কুলের হস্টেলে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের]

Advertisement

পঞ্চায়েত ভোটের পর থেকে কোচবিহার দিনহাটায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। লাগাতার সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটছে। দিন কয়েক আগে সিতাই অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। গুলিবিদ্ধ হন খোদ এসডিপিও-র দেহরক্ষী। আগ্নেয়াস্ত্র, বোমা-সহ বিপুল অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ১২ জনকে। পরিস্থিতি এমনই, যে চ্যাংরাবান্ধায় প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া হাতে দিনহাটার পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতি বিশেষ বদল হয়নি। শনিবার রাতেও দিনহাটা এক নম্বর ব্লকের বেতলায় দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। চলে বোমা, গুলি। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলে। কিন্ত, বিস্ফোরণ ঘটল রবিবার সকালে। আহত দুই বালক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে দিনহাটার বেতলায় রাস্তা পাশে পড়েছিল দুটি ব্যাগ। ব্যাগে কী আছে? তা দেখতে গিয়েছিল দুই বালক। কিন্তু ব্যাগটি খোলামাত্রই বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। গুরুতর আহত ওই দুই বালককে ভরতি দিনহাটা হাসপাতালে। কিন্তু, রাস্তায় বোমা ভরতি ব্যাগ এল কোথা থেকে? তদন্তে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, শনিবার রাতে পালানোর সময়ে ব্যাগ দুটি রাস্তায় ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা। তারই জেরে ঘটল বিস্ফোরণ।

[মিড-ডে মিলে পোকা! গোটা জিরে বলে সাফাই শিক্ষিকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement