Advertisement
Advertisement

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সম্মেলন

প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷

Cm will join the people from different religious beliefs to keep communal harmony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 9:07 am
  • Updated:August 1, 2022 4:03 pm  

স্টাফ রিপোর্টার: আজ বুধবার জঙ্গলমহল সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দেবেন তিনি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছে৷ আমন্ত্রণ জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না৷ কারণ, বুধবার আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷ এবারের মুখ্যমন্ত্রীর সর্বধর্ম মিলন কর্মসূচি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে৷ কার্যত সর্বধর্ম মিলন মেলায় পরিণত হতে চলেছে৷ বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছে নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায়  মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷

Advertisement

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উৎসবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷ বুধবার মুখ্যমন্ত্রী কপ্টারে ঝাড়গ্রামে এসে যোগ দেবেন মিলন উৎসবে৷ পরদিন বৃহস্পতিবার যোগ দেবেন জামবনির প্রশাসনিক জনসভায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement