রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নারদ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ধাক্কা খাওয়ার পরই আসরে নেমে পড়ল রাজনৈতিক দলগুলি। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে নারজ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির রাজ্য সদর দপ্তরে দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি বলেন, নারদ ইস্যুতে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর দাবি, নারদ দুর্নীতিতে জড়িয়ে আর ক্ষমতায় থাকার অধিকার নেই এই রাজ্য সরকারের। অবিলম্বে এই সরকারকে বরখাস্ত করা উচিত। তিনি জানিয়েছেন, নারজ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাল, বুধবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বিজেপি। পাশাপাশি রাজ্যপালের কাছেও যাওয়ার কথাও বলেছেন তিনি। তিনি বলেন, কাল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে রাজ্য সরকারকে বরখাস্ত করার আর্জি জানাবে বিজেপি।
প্রসঙ্গত, নারদ মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে হাই কোর্টের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য, সরকার কী করে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে? এই কারণেই রাজ্য সরকারকে হাই কোর্টের কাছে ক্ষমা চাইতে বলে আদালত। একইসঙ্গে বিনা শর্তে এই মামলা প্রত্যাহার করে নিতে হবে রাজ্য সরকারকে। এদিন রাজ্য সরকারের তরফে আদালতে শুনানিতে আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল প্রশ্ন তোলেন, শুধুমাত্র ভিডিওর ভিত্তিতে কীভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট? কিন্তু তাঁকে ভর্ৎসনা করে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নারদ মামলার তদন্ত করবে সিবিআই। উল্লেখ্য, গত শুক্রবারই নারদ মামলার তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের ভার নিজেদের হাতে নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে হাই কোর্টকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ৷ সেই মতো ফুটেজ সংগ্রহের কাজও শুরু করে দেয় সিবিআই৷ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ম্যাথু স্যামুয়েল ও তাঁর গাড়ির চালককে৷ কিন্তু দু’জনেই অসুস্থতার কারণে সিবিআই-এর সামনে হাজিরা দিতে পারেনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.