সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে সামনে একের পর এক কর্মসূচি৷ আর রওনা হওয়ার আগে জানিয়ে দিয়ে গেলেন, তাঁর রাজ্যে মানুষ নোট বাতিলের বিরুদ্ধেই রায় দিয়েছে৷ কেন্দ্র যেন এর থেকে শিক্ষা নেয়৷
মঙ্গলবারই রাজ্যের তিন কেন্দ্রে উপ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে৷ তিনটিতেই সবুজ ঝড় অব্যাহত৷ রাজ্যের মানুষের এই রায় মমতার কেন্দ্র বিরোধী আন্দোলনে যেন বাড়তি অক্সিজেন জোগাল৷ এদিন তাঁর কথায় থাকল সে ইঙ্গিতই৷ মানুষের ভোগান্তিকে সম্বল করেই এতদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ এবার মানুষের রায়কে হাতিয়ার করে মোদিকে বিঁধলেন মমতা৷ জানালেন, “এই রায়েই স্পষ্ট যে মানুষ নোট বাতিলের সিদ্ধান্ত মেনে নেয়নি৷ হিটলারি কায়দায় কেন্দ্রে সরকার চলছে৷ কিন্তু মানুষ তার বিরুদ্ধে মত দিয়েছে৷” ভোটের রায়কে এদিন তিনি কেন্দ্রর বিরুদ্ধে জনবিদ্রোহ তথা গণবিদ্রোহ বলে উল্লেখ করেন৷
গোড়ার দিল্লি অভিযান তেমন সফল হয়নি মমতার৷ তবে বিরোধীদের যে বৃহত্তর জোট তিনি চাইছিলেন, তা ক্রমশ দানা বেঁধেছে৷ জাতীয়তাবাদের ঝোড়ো হাওয়ায় কেন্দ্রর নোট বাতিলের সিদ্ধান্তকে মানুষ মেনে নিলেও, আসতে আসতে সমস্যাগুলোও প্রকট হয়ে উঠছে৷ বিশেষত, রবিশস্যের চাষ সংক্রান্ত সমস্যা, সমবায়ে টাকা না থাকা ইত্যাদির কারণে গ্রামীণ অর্থনীতিতে জোর ধাক্কা খাওয়ার সম্ভাবনা৷ পরিস্থিতির গুরুত্ব আঁচ করে কেন্দ্র কিছু সিদ্ধান্ত বদল করলেও, তার বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত ধীর গতিতে৷ এই সমস্যাগুলিকে সামনে এনেই কেন্দ্র বিরোধিতায় একের পর এক কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজধানীর চৌহদ্দি পেরিয়ে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে দিতে চাইছেন তাঁর আন্দোলন৷ আর তার ঠিক আগে উপ নির্বাচনের রায়কেই হাতিয়ার করলেন তিনি৷ দিল্লির পথে যেতে যেতে মমতা জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী সকলকে হুমকি দিচ্ছেন৷ নেতাকে আরও নম্র হতে হয়, মানুষের কথা শুনতে হয়৷ আগামীকাল থেকে তৃণমূল যে ঝড় তুলবে সে কথা যেমন জানিয়ে দিলেন, তেমনই সকলকে নিজের সামর্খ অনুযায়ী পথে নামারও অনুরোধ করলেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.