Advertisement
Advertisement

‘কিছুই হয়নি’, ধুলাগড় প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার

ধুলাগড় নিয়ে প্রশ্ন করে খোদ প্রশ্নকর্তার লজ্জিত হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তিনি৷

CM Mamata denies any communal unrest in Dhulagarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 7:09 pm
  • Updated:June 23, 2022 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক অশান্তিতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হাওড়ার ধুলাগড়৷ ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতারা তা নিয়ে সরব হয়েছেন৷ এমনকী খবর করার জেরে এফআইআর দায়ের করা হয়েছে জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের নামেও৷ কিন্তু শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ধুলাগড়ে কিছুই হয়নি৷

ডিসেম্বরের মাঝামাঝি দুই দলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ধুলাগড়৷ সে নিয়ে গোড়া থেকেই সরব ছিল রাজ্য বিজেপি৷ ধুলাগড়ে ঢুকতে গিয়ে বাধাও পায় বিজেপির প্রতিনিধি দল৷ দলের তরফে অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এক ধর্মের মানুষ এই অশান্তি বাধিয়ে তুলেছে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হু হু করে ছড়াতে থাকে ধুলাগড়ের ভাঙচুরের ছবি ও ভিডিও৷ জাতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ধুলাগড়ে শোনা গিয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও৷ গোটা রাজ্যেই এ নিয়ে চাপা উত্তেজনা দেখা যায়৷ এরই মধ্যে তিন সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় পরিস্থিতি আরও ঘোরাল হয়৷ দিল্লি থেকে ফেরার পথে অবধারিতভাবে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রতিক্রিয়া, কিছুই হয়নি ধুলাগড়ে৷ তিনি জানান, কিছু হলে তবে কিছু বলার থাকে৷ কোনও কিছুই হয়নি৷ এমনকী এ ধরনের প্রশ্ন করার জন্য খোদ প্রশ্নকর্তার লজ্জিত হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তিনি৷

Advertisement

এর আগেও নাম না করে বিশেষ এক রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজ্যে অশান্তি বাধানোর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছিলেন, রাজ্যে পয়সা দিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা চলছে৷ কিন্তু প্রশাসন সবরকম নাশকতা রুখে দিতে বদ্ধপরিকর৷ এদিনও রাজ্যের সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি নিয়ে আলোচনা নস্যাৎ করে দিলেন তিনি৷ যদিও এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির মধ্যে৷ সেই সঙ্গে এই প্রসঙ্গে দলীয় নেত্রী লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন মিথ্যাচারেরও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement