Advertisement
Advertisement
CM Mamata Banerjee

জলপাইগুড়ি থেকে ফেরার সময় দুর্যোগে মমতার হেলিকপ্টার, হল জরুরি অবতরণ

আকাশপথে ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়তে হল মুখ্যমন্ত্রীকে।

CM Mamata Banerjee's helicopter makes emergency landing | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 27, 2023 1:40 pm
  • Updated:June 27, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়িতে জনসভা সেরে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়ংকর ভাবে কাঁপতে থাকে তাঁর হেলিকপ্টার। কোনওপ্রকার দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ করা হয়।

পঞ্চায়েত ভোটপ্রচারে মঙ্গলবার জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্রান্তিতে ছিল জনসভা। সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই আকাশপথে ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়তে হল মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee)। অল্প খানিকক্ষণের দূরত্ব অতিক্রম করতে গিয়েও ঝড়বৃষ্টির কারণে আচমকা জোরে জোরে নড়তে শুরু করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।

Advertisement

[আরও পড়ুন: দিনহাটা হামলায় বাংলাদেশি যোগ! বিএসএফকে একহাত নিয়ে তোপ মমতার]

দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে দিক বদল করেন হেলিকপ্টারের পাইলট। এরপর সেবকের এয়ার বেসে জরুরি অবতরণ করা হয়। সাধারণত কোনও এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয়, যে আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। শোনা গিয়েছে, হেলিকপ্টার নড়তে থাকায় কোমরে চোটও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তের জন্য এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, পরিস্থিতি বুঝে এখান থেকে বাগডোগরা মুখ্যমন্ত্রীকে বাগডোগরা পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে আজই কলকাতা ফেরার কথা তাঁর। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ লাগাতার বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টি চলছে। আর সেই দুর্যোগের কবলেই পড়ে মমতার হেলিকপ্টার। 

[আরও পড়ুন: ভারতে ১০ হাজার কোটির লগ্নি লুলু গ্রুপের, বিপুল কর্মসংস্থানের সুযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement