Advertisement
Advertisement
CM Mamata Banerjee

সুখবর! আজ থেকেই মিলবে আবাস প্রকল্পের টাকা, আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রীর

নবান্ন থেকে আজ আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে সেই টাকা পৌঁছে যাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে।

CM Mamata Banerjee will inauigurate to release fund of Awas project from today, December 17

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2024 9:01 am
  • Updated:December 17, 2024 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কথা, তেমন কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার অর্থ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তিনি। আর সেটাই অর্থদানের আনুষ্ঠানিক সূচনা। এর পর ধাপে ধাপে অর্থ পাবেন আবাস যোজনার আওতায় বাড়ির মালিকরা।

রাজ্যের অর্থদপ্তর সূত্রে খবর, এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে ৪০ হাজার টাকা। শেষ কিস্তিতে ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রতি পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। সেটাই বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কাজ শুরু হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, আবাস যোজনার অর্থ প্রদান নিয়ে কেন্দ্র ও রাজ্য়ের বিস্তর দ্বন্দ্ব হয়েছে ইতিপূর্বে। রাজ্য়ের তরফে বারবার অভিযোগ উঠেছে, এই যৌথ প্রকল্পের অর্থ ঠিকমতো দিচ্ছে  না কেন্দ্র। আবাস যোজনায় স্রেফ প্রধানমন্ত্রীর নাম ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে এ রাজ্যের শাসকদল। তাদের প্রশ্ন, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামই কেন বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রেরও পালটা যুক্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি না হলে তারাও বরাদ্দ অর্থ দেবে না। এনিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকারে  ‘বাংলার বাড়ি’ নামে পৃথক প্রকল্প চালু করে পুরো টাকা নিজেরা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো আজ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। আগামী তিন, চারদিন ধরে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement