ফাইল ছবি
সৌরভ মাজি, বর্ধমান: উন্নয়নের ডালি নিয়ে বুধবার থেকে বর্ধমান (Burdwan)সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের গোদা বালির মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। দুই জেলার এই ‘উন্নয়ন উৎসব’-এ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রকল্পে পরিষেবা প্রদানও করবেন। সব মিলিয়ে দুই জেলার দেড় হাজার কোটি টাকারও বেশি আর্থিক মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার ৪৯১টি প্রকল্পের উদ্বোধন হবে মুখমন্ত্রীর হাত ধরে। যার আর্থিক মূল্য ৩৬৫ কোটি ৪৫ লক্ষ টাকা। এই জেলার ৫৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যার মোট আর্থিক মূল্য ৮৩৭ কোটি ৮১ লক্ষ টাকা। নতুন যে প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলাকে উপহার দিচ্ছেন, তার মধ্যে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ভবনের নির্মাণ। ৬ কোটি টাকা খরচে নির্মিত হবে এই ভবন। এই কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
এছাড়া মেডিক্যাল কলেজে ৬ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস তৈরির সূচনা করবেন। দাঁইহাটে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা খরচে অগ্নিনির্বাপণ কেন্দ্রের নির্মাণ কাজেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়ক চওড়া করার কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এই কাজে খরচ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা। ছাত্রাবাস, নলবাহিত পানীয় জল সরবরাহ, ৩৬টি স্কুলে সায়েন্স ল্যাবরেটরি ও লাইব্রেরি নির্মাণ কাজের সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।
এছাড়া বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি মেশিন স্থাপন, ভিডিও ল্যারিঙ্গোস্কোপ মেশিন, উচ্চ ক্ষমথা সম্পন্ন ২টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, অর্থোস্কোপ মেশিনের পরিষেবা প্রদানের আনীষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া বর্ধমান মেডিক আল কলেছে নবনির্মিত অক্সিজেন মেনিফোল্ড ইউনিটের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। জেলায় রাস্তাশ্রী প্রকল্পে ৩৯০টি রাস্তার কাজ শেষ হয়েছে। জেলায় মোট ৫১৯ কিলোমিটার এই নতুন রাস্তার কাজে ১৭৪.৪৯ কোটি টাকা খরচ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাগুলির উদ্বোধন করবেন। এর মধ্যে রায়না থেকে গোতান হয়ে দামিন্যা পর্যন্ত রাস্তাটি রয়েছে। এই রাস্তাটির জন্য ২৯ কোটি ৭৯ লক্ষ টাকা খরচ হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলায় গুরুত্বপূর্ণ যেসব প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে রয়েছে আসানসোলের কালিপাহাড়িতে পাইকারি বাজার (প্রথম পর্যায়), দুর্গাপুর সরকারি আইটিআই-এর নতুন ওয়ার্কশপ ভবনের উল্লম্ব সম্প্রসারণ, দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের চারতলা প্রশাসনিক ভবন, রানিগঞ্জের মঙ্গলপুরে ২২০ কেভি গ্যাস ইনসুলেটেড সাব স্টেশন। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩০ জন ও পশ্চিম বর্ধমান জেলার ২০ জনের হাতে এদিনের মঞ্চ থেকে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী যতবারই এসেছেন উপহারের ডালি সাজিয়েই এসেছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে সারা রাজ্যের মতো আমাদের জেলাতেও দেখা গিয়েছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.