মমতা বন্দ্যোপাধ্যায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার দুই দিনাজপুরে প্রশাসনিক সভা সেরে আজ, বুধবার তিনি যাচ্ছেন মালদহে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী। এর পর আজই তিনি মালদহ হয়ে যাবেন মুর্শিদাবাদের বহরমপুরে, অধীরগড়ে। সেখানেও সরকারি কর্মসূচি। মালদহ (Maldah) এবং মুর্শিদাবাদ – দুটিই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এই দুই জেলার দুটি আসনই গিয়েছিল কংগ্রেসের দখলে। চব্বিশের ভোটে যাতে তার দখল নিতে পারে শাসকদল তৃণমূল (TMC), সেই লক্ষ্যে এই দুই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ও সভা বিশেষ তাৎপর্যপূর্ণ।
বুধবার দুপুর ২টো নাগাদ মালদহের জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা। তার আগে মালদহের পুলিশ লাইন মাঠ থেকে ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পদযাত্রা (Rally) করবেন তিনি। পথেই সারবেন জনসংযোগ। তার পর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
মালদহের অনুষ্ঠান সেরে মুর্শিদাবাদের বহরমপুরে (Baharampur) যাবেন। বহরমপুর স্টেডিয়ামে জনসভা, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। সেখানে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হওয়ার আশা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণ নিয়ে নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বহরমপুর শহরে নীল-সাদা ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর আসন্ন সফর ঘিরে।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ সফরের মাঝেই বুধবার সেখানেই রয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ন্যায় যাত্রা’। আজই বিহার থেকে মালদহ হয়ে ফের বাংলায় ঢুকবে রাহুলের যাত্রা। সুজাপুরে রাত্রিবাস করবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। গণিখানের ঐতিহ্যবাহী কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহে রাহুল গান্ধীর এই সফরের দিকেও নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.