সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দোষীদের ছাড়া হবে না। সিআইডি-কে তদন্তভার দেওয়া হয়েছে।’ নিমতায় নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, ‘এখন টাকা দিয়ে খুন করাটা কোনও ব্যাপার নয়। কিন্তু কারা চক্রান্ত করছে? আমরা খুঁজে বের করব।’ এরপর থেকে রাজ্যে আর কোনও বিজয় মিছিল করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ভর সন্ধেয় নিমতার পাটনাঠাকুরতলার তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তিনি উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন। ঘটনার তদন্তে নেমে বিজেপি নেতা সুমন কুণ্ডু-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে নিমতার থানার পুলিশ। সুমনকে জিজ্ঞসাবাদ করে একজন সুপারি কিলারের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয়েছে তাকেও। এদিকে নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর পরিবারের তরফেও পাঁচজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নিমতায় থানায়।
বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন থেকে সোজা নিমতায় দলের নিহত নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তাপস রায়, সাংসদ সৌগত রায় ও তৃণমূল নেত্রী দোলা সেন। ছিলেন রাজ্য পুলিশ ও সিআইডির পদস্থ আধিকারিকরা। নিহত নেতার প্রতিকৃতিতে মালা দিয়ে বাড়ির ভিতর চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন নির্মল কুণ্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত তৃণমূল নেতার পরিবার ও পাড়া-প্রতিবেশীরা। নিমতায় নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়ির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে বিজেপি। নিজেরা খুন করছে, আর দিল্লিতে গিয়ে বলছে, তৃণমূল করেছে। কেশপুর, হুগলি ও বাঁকুড়ায় বিজয় মিছিলের নামে তাণ্ডব চলেছে। রাজ্যে আর কোনও বিজয় মিছিল হবে না।’ এদিন ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে বাবার মৃত্যুর সুবিচারের আশা কিছুটা ফিরে পেয়েছেন নির্মল কুণ্ডুর ছেলে৷
ছবি: পিন্টু প্রধান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.