Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

নজরে দুই মেদিনীপুর, একগুচ্ছ উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা সফরে মুখ্যমন্ত্রী

প্রায় ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা প্রকল্প মূল্যের মোট ১৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও প্রায় ৯৬০ কোটি ৮৬ লক্ষ টাকার ৩৪৬টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

CM Mamata Banerjee visits East Midnapore to inaugurate huge number of govt. projects

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:March 4, 2024 8:50 am
  • Updated:March 4, 2024 8:53 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শিলান‌্যাস ও উদ্বোধন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক সভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার তিনি তমলুকের নিমতৌড়িতে সরকারি সভা করবেন। সেখান থেকেই প্রায় ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা প্রকল্প মূল্যের মোট ১৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন। সেই সঙ্গে আরও প্রায় ৯৬০ কোটি ৮৬ লক্ষ টাকার ৩৪৬টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আর তাতেই বিপুল উৎসাহিত তমলুক (Tomluk) ও হলদিয়া মহকুমা এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা-সহ এলাকার বাসিন্দারা।

নিমতৌড়িতে জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের মাঠেই আয়োজন করা হয়েছে এই প্রশাসনিক সভার। সেখান থেকে ২৫ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি নানা প্রকল্পের চেক, বিভিন্ন সামগ্রী এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। একই সঙ্গে ব্লক স্তরের সুস্বাস্থ্য কেন্দ্র রাস্তাঘাট পানীয় জল প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের পাশাপাশি দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের মধ্যে পাট্টা বিলিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ত্রিস্তর জনপ্রতিনিধি, বিধায়ক-সহ প্রশাসনিক সমস্ত স্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতেই এই প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। আর এই প্রশাসনিক উন্নয়নী সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান সভা সফল করতে ইতিমধ্যেই এই দুটি মহকুমা এলাকার একেবারে বুথ স্তর থেকে প্রশাসনিক এই সভামঞ্চে পৌঁছনোর ক্ষেত্রে প্রায় সাড়ে ৪০০ বাসের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রচুর সংখ্যক টোটো এবং ট্রেকারের মাধ্যমেও প্রত্যন্ত এলাকা থেকে বহু মানুষ এই প্রশাসনিক সভায় যোগ দিতে আসছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]

এদিকে প্রায় সকাল নটা থেকেই নিমতৌড়ি পার্শ্ববর্তী হাঁটাপথের অর্থাৎ দক্ষিণ নারকেলদা, ব‌্যাবত্তারহাট পশ্চিম, উত্তর সোনামুই, খঞ্চি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মিছিল করে প্রশাসনিক এই সভায় যোগ দিতে আসছেন বহু কর্মী, সমর্থক, উপভোক্তা। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার কথা দুপুর প্রায় ১২টা নাগাদ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে ‘স্বাস্থ্যসাথী’-সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অনুদান প্রদানের পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসাবে একদিকে যেমন আছে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পাঁশকুড়া পুরসভার অমৃত ২ জল প্রকল্পের শিলান্যাস, তেমনি রয়েছে তমলুকের রূপনারায়ণের জলকে পরিস্রুত পানীয় জল হিসাবে সরবরাহের লক্ষ্যে মোট ১০৬ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে অম্রুত প্রকল্পের শুভ উদ্বোধন।

[আরও  পড়ুন: সাড়া নেই তৃণমূল-সিপিএমের, হতাশ হয়ে ৪২ আসনেই প্রার্থী ঠিক করল প্রদেশ কংগ্রেস]

এছাড়াও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হতে চলেছে প্রায় ১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে রূপনারায়ণ নদীর পাড় বরাবর ১৪ নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়নের সূচনা। ৬ লক্ষ ৬৯ হাজার ৪২২ টাকায় পুরসভার ১ ও ২০ নম্বর ওয়ার্ডে দুটি স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাসও করতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই গ্রামাঞ্চলের পাশাপাশি শিল্প শহর হলদিয়া, পাঁশকুড়া এবং ঐতিহাসিক তাম্রলিপ্ত পুরসভা এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন। জেলাশাসক তানবীর আফজল জানান, নিমতৌড়িতে প্রশাসনিক ভবন চত্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement